১০৮টি পুরসভার ভোটের প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল। বেসরকারিকরণের পথে আইডিবিআই ব্যাঙ্ক। প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল, কংগ্রেস. ডিএমকে-সহ একাধিক বিরোধীদের। ৭ ফেব্রুয়ারি আইসিএসই ও আইএসসি প্রথম সেমিস্টারের ফলপ্রকাশ। উত্তরপ্রদেশে বিজেপির ৩০০ আসন নিশ্চিত, ঘোষণা অমিত শাহের। আরও কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। সরস্বতী পূজোয় পরিষ্কার হবে আকাশ। দর্শকশূন্য ইডেনেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।
হেডলাইন:
আরও শুনুন: 2 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- তৃণমূলের চেয়ারপার্সন মমতাই, ‘৪২-এ ৪২ চাই’- বার্তা দলনেত্রীর
বিস্তারিত খবর:
1. রাজ্যের বকেয়া ১০৮টি পুরসভার ভোটে লড়বেন না কোনও বিধায়ক। একই পরিবারের একাধিক ব্যক্তি ভোটে দাঁড়ানোর সুযোগও পাবেন না। শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করে ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বকেয়া ১০৮টি পুরসভার নির্বাচন। তার আগে শুক্রবার ওই পুরসভাগুলিতে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়। জানান, এবারের বকেয়া পুরভোটগুলিতে লড়ছেন না কোনও বিধায়ক। প্রার্থী তালিকায় নবীন-প্রবীণের সমন্বয়ে জোর দেওয়া হয়েছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকেও দেওয়া হবে না টিকিট। সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম-সহ দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী কমপক্ষে ৩ হাজার প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় অনুমোদন দেন। দার্জিলিংয়ের প্রার্থীতালিকা ঘোষণা হবে পরে। দলীয় নেতাকর্মীদের মধ্যে একতা বজায় রাখার বার্তাও দেন পার্থ চট্টোপাধ্যায়।
2. আইডিবিআই ব্যাংক নিয়ে কার্যত পুরোপুরি বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেডের যে শেয়ার কেন্দ্রের হাতে আছে, সেগুলিও খুব শীঘ্রই বিক্রি করা হবে। কেন্দ্রের বিনিয়োগ এবং গণসম্পত্তি মূল্যায়ন বিভাগের সচিব তুহিনকান্ত পাণ্ডে বৃহস্পতিবার জানিয়েছেন, আইডিবিআই ব্যাংকের অংশীদারি বিক্রির চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সরকার।
তুহিনকান্ত পাণ্ডে জানিয়েছেন, মার্চের শেষেই আইডিবিআই ব্যাংকের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আনা হবে। যার মাধ্যমে দরপত্র দিয়ে এই ব্যাংকটি কিনে নিতে পারবে কর্পোরেট সংস্থাগুলি। এই মুহূর্তে কেন্দ্রের হাতে রয়েছে আইডিবিআই ব্যাংকের ৪৫.৪৮ শতাংশ শেয়ার। এই সংস্থার সবচেয়ে বেশি শেয়ার আবার আছে এলআইসির হাতে। আইডিবিআই ব্যাংকের ৪৯.২৪ শতাংশ শেয়ার রয়েছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির হাতে। সূত্রের খবর, নিজেদের দখলে থাকা বেশিরভাগ শেয়ারই ছেড়ে দেবে সরকার। সেই সঙ্গে বিক্রি করা হবে এলআইসির হাতে থাকা শেয়ারও। নামমাত্র কিছু শেয়ার থাকবে সরকারের হাতে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।