তারকা সমাবেশে জমজমাট ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। রাজ্য পুলিশে বড়সড় বদল। সরানো হল সিআইডি-র প্রধানকেও। স্বাস্থ্যসাথীতেও চুরি রুখতে কড়া রাজ্য, চালু একগুচ্ছ নয়া নিয়ম। মারাঠাভূমে মুখ্যমন্ত্রীর আসনে দেবেন্দ্র ফড়ণবিসই। চাপের মুখে চিন্ময়-মুক্তি নিয়ে সুর নরমের ইঙ্গিত। সিদ্ধান্ত নিতে জামাত-হেফাজতেরই দ্বারস্থ ইউনুস সরকার।অস্ট্রেলিয়ায় রোহিতদের অনুশীলনে হাজার হাজার সমর্থকের ভিড়, ‘অভব্যতা’র অভিযোগ। ঘটনার জেরে বড় পদক্ষেপ বোর্ডের।
হেডলাইন:
আরও শুনুন:
3 ডিসেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- বাংলাদেশ ইস্যু এবার সংসদেও, আরও একমাস জেলেই চিন্ময় কৃষ্ণ
বিস্তারিত খবর:
1. তারকা সমাবেশে জমজমাট ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে KIFF-এর উদ্বোধনে চাঁদের হাট। তারকা সাংসদ দেব, শত্রুঘ্ন সিনহাদের পাশে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে KIFF-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বাংলা ছবির তারকা, কলাকুশলীদের উৎসাহ জোগানোর পাশাপাশি বিশ্ব সিনেমার মানচিত্রে টলিউডের প্রতিভাদের তুলে ধরার ডাক দিলেন তিনি।
আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, শতাব্দী রায়, পাওলি দাম-সহ বহু তারকা। প্রিয় ‘দিদি’র ডাকে সাড়া দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির টেলিপর্দার একঝাঁক চেনা মুখও। সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানান তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে-কে সংবর্ধনা জানানো হয় এদিনের মঞ্চে। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। হাজির আর্জেন্টিনা, ইরানের সিনে ব্যক্তিত্বরাও। বিশেষ শ্রদ্ধা জানানো হচ্ছে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদার প্রমুখকে। এদিকে কিংবদন্তি পরিচালক তপন সিনহার জন্মশতবর্ষ পালিত হচ্ছে এবারের ফিল্মোৎসবে।
2. পুলিশ ও সিআইডিতে বদলের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেইমতোই এবার বড় রদবদলের ঘোষণা নবান্নের। সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। তাঁকে এডিজি (ট্রেনিং) পদে পাঠানো হয়েছে। সেই পদে এত দিন ছিলেন দময়ন্তী সেন। তাঁকে নিয়ে আসা হল এডিজি (পলিসি) পদে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি রাজীব মিশ্রকে এডিজি (মর্ডানাইজেশন) পদে আনা হয়েছে। সম্প্রতি তৃণমূলের অন্দরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তার দিনকয়েক পরেই ঘটল এই রদবদল।
এদিকে স্বাস্থ্যসাথীতে দুর্নীতি রুখতেও কড়া রাজ্য। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে ঘুরপথে টাকা খরচ আটকানো হবে। সেই উদ্দেশে চালু হচ্ছে নয়া অ্যাপও। রোগীর চিকিৎসার বিভিন্ন পর্যায়ের ছবি আপলোড করতে হবে ডাক্তারের স্মার্ট ফোন থেকে। সব মিলিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে ‘জালিয়াতি’ ঠেকাতে একগুচ্ছ নিয়ম কার্যকর করল স্বাস্থ্যদপ্তর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।