হাসপাতাল থেকে ফিরেই ইডি জেরার মুখে জ্যোতিপ্রিয়। সব দায় চাপালেন প্রাক্তন আপ্তসহায়কের কাঁধে। অবশেষে নবান্নের দপ্তরে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন হ্যাক করছে কেন্দ্র, অভিযোগে সরব ইন্ডিয়া জোট নেতৃত্ব। কেন্দ্রের বিরুদ্ধে ফোন হ্যাকিংয়ের অভিযোগে সরব তৃণমূল সাংসদ। চ্যালেঞ্জ ছুড়ে কমিটির তলবে হাজিরার ঘোষণা। দুর্নীতি মামলায় স্বস্তিতে চন্দ্রবাবু নাইডু। চূড়ান্ত হল ২০৩৪ ফুটবল বিশ্বকাপের ভেন্যু।
হেডলাইন:
আরও শুনুন: 30 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- সিঙ্গুর জমি বিবাদে টাটার জয়, ৭৬৬ কোটির খেসারত দেবে রাজ্য
বিস্তারিত খবর:
1. হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ইডির জেরার মুখে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানেই সমস্ত দায় প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের কাঁধে ঠেললেন মন্ত্রী। সেই তথ্যের ভিত্তিতে এদিনই অভিজিৎ দাস ও মন্ত্রীর বর্তমান আপ্ত সহায়ক অমিত দে-কে তলব করে ইডি। মঙ্গলবারই হাজিরা দেয় তাঁরা। রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। চলতি মাসেই প্রথমে এক ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে ইডি। গত বৃহস্পতিবার সকালে রেশন দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। টানা ২১ ঘণ্টার তল্লাশির পর গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার সকালেই আদালতে তোলা হয় তাঁকে। সেখানেই অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করা হয় হাসপাতালে। সোমবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পান মন্ত্রী। এরপর মঙ্গলবারই ইডির জেরার মুখোমুখি হতে হয় তাঁকে। মেরুন ডায়েরি থেকে শুরু করে উঠে আসে একাধিক প্রসঙ্গ। ইডি সূত্রে খবর, জেরায় জ্যোতিপ্রিয় দাবি করেছেন, তিনি কিছুই জানেন না। সবটা তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস জানে। এর পরই তাঁকে তলব করে ইডি। এদিনই তিনিও হাজিরা দেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে ইডি, এমনটাই সূত্রের খবর।
2. টানা ৫০ দিন ছিলেন বিশ্রামে। কিছুটা সুস্থ হয়েই নবান্নে কাজে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলায় রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এদিন দিনভর বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথাও বললেন মমতা। একাধিক বৈঠকও করলেন। তবে এদিন সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা তিনি নিলেন, তা হল মন্ত্রিসভার বৈঠকের দিন ঠিক করা। জানা গিয়েছে, আগামী ৮ নভেম্বর নবান্নেই বসবে মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রিসভার বৈঠকের দিনটি নিয়ে দোনামনা ছিল। আসলে, ওই সময়ই বিধানসভার অধিবেশন চলার কথা। তাছাড়া ৯ নভেম্বর মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলিনী আছে। সবদিক ভেবেচিন্তে ৮ নভেম্বর বৈঠকের দিন ঠিক হয়েছে। মনে করা হচ্ছে, বৈঠকে একাধিক বিষয়ে আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা দুই দপ্তরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। যদিও বনদপ্তরের কাজকর্ম আপাতত দেখছেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁকেই কি দায়িত্বে রাখা হবে নাকি অন্য কারও উপর বনদপ্তরের ভার দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, এদিন ফের রাজ্য পুলিশে গুরুত্বপূর্ণ রদবদল করেছেন মুখ্যমন্ত্রী। বিবেক সহায়কে হোমগার্ডের ডিজি পদে আনা হয়েছে। জ্ঞানবন্ত সিংকে আর্থিক অপরাধ সংক্রান্ত বিভাগের ডিরেক্টর করা হয়েছে। অজয় নন্দকে আনা হয়েছে এডিজি, সিআইএফ পদে। সবমিলিয়ে দিনভর আগের মতোই চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই কাটালে মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।