দেশের নানা প্রান্তে অব্যাহত তাপপ্রবাহ। তীব্র দাবদাহে প্রাণ হারালেন অন্তত ৫৪জন। চোখ রাঙাচ্ছে ধুলোঝড়ের আশঙ্কা, বৃষ্টিরও পূর্বাভাস দিল হাওয়া অফিস। মোদি থেকে অভিষেক, সপ্তম দফার নির্বাচনে ভাগ্যপরীক্ষা একঝাঁক হেভিওয়েটের। তৃণমূলের সুরেই বিজেপিকে নিশানা কংগ্রেসের। ফের জল্পনা জোট নিয়ে। ভোটের আগের দিন উত্তপ্ত যাদবপুর। সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ, নিশানায় তৃণমূল। ভোট মিটলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন।
হেডলাইন:
আরও শুনুন: 30 মে 2024: বিশেষ বিশেষ খবর- মোদির মতো ঘৃণাভাষণ করেননি কোনও প্রধানমন্ত্রী, তোপ মনমোহন-এর
আরও শুনুন: 29 মে 2024: বিশেষ বিশেষ খবর- ‘অ্যারেস্ট করলে করো’, অভিষেককে পাশে নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
বিস্তারিত খবর:
1. তীব্র দাবদাহে দেশজুড়ে মৃত্যুমিছিল। পূর্ব, উত্তর ও মধ্য ভারতের বহু স্থানে তাপপ্রবাহের দাপট অব্যাহত। অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে তীব্র গরমের প্রকোপে। এই পরিস্থিতিতে আবার চোখ রাঙাচ্ছে ধুলোঝড়ের আশঙ্কা। শনিবার উত্তরপ্রদেশে ধুলোঝড়ের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সম্প্রতিই ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে দিল্লি। এবার ৫৬ ডিগ্রিতে উঠে তাকেও টপকে গেল নাগপুর। পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা থেকে মাত্র ০.৭ ডিগ্রি কম এই তাপমাত্রা। শুধু তাই নয়, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যের একাধিক জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করেছে। ‘অগ্নিদৌড়ে’ খুব একটা পিছিয়ে নেই বিহার, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিও। কেবল বিহারেই ২৪ ঘণ্টার মধ্যে ৩২ জনের প্রাণ গিয়েছে গরমের দাপটে। এদিকে ওড়িশার রাউরকেল্লায় দাবদাহে প্রাণ হারিয়েছেন ১০ জন। একই কারণে ঝাড়খণ্ডের পালামৌ ও রাজস্থানে ৫ জনের মৃত্যু হয়েছে। পরপর মৃত্যুর ঘটনায় আতঙ্ক বাড়ছে দেশজুড়ে।
2. দেড় মাস ব্যাপী লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে। শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ হবে দেশজুড়ে। নরেন্দ্র মোদি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়- একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এই দফায়। লড়াইয়ে রয়েছেন কঙ্গনা রানাউত, অনুরাগ ঠাকুর, লালু-কন্যা মিসা ভারতী, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি-রা। দেশে মোট ৫৭ আসনের লড়াইয়ে রয়েছেন ৯০৪ জন প্রার্থী। তার মধ্যে বাংলায় আসন ৯টি।
এদিকে ভোটের শেষবেলায় তৃণমূলের সুরেই বিজেপিবিরোধিতার সুর চড়াল কংগ্রেস। শেষ দফার আগের দিনই কেন্দ্রের বিদায়ী সরকারের উদ্দেশে প্রশ্নমালা প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে ১০০ দিনের কাজের টাকায় ‘বঞ্চনা’, রাজ্যপালের পদত্যাগের দাবি থেকে কুড়মি আন্দোলনের দিশা, গরুপাচারের নেপথ্যে কেন্দ্রের দায়, ওয়াশিং মেশিন তত্ত্ব – সব নিয়েই প্রশ্ন তোলা হয়েছে হাত শিবিরের তরফে। এমনিতে বাংলার কংগ্রেস তৃণমূলের আসন ভাগাভাগি না হলেও, জোটে আছেন বলেই অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের শেষপর্বে কি তবে তৃণমূলের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই তাদের সুরে বিজেপি বিরোধিতা কংগ্রেসের? প্রশ্ন রাজনৈতিক মহলে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।