কুস্তিগিরদের সমর্থনে শহরে মিছিল মুখ্যমন্ত্রীর। আগামী দিনেও ডাক কর্মসূচির। ঘটনায় সরব প্রীতম, বিজেন্দর। ‘তদন্ত শেষের অপেক্ষা করুন’, বার্তা অনুরাগের।এখনই খুলছে না রাজ্যের কোনও স্কুল। গরমের ছুটি বাড়ল আরও ১০ দিন, খুলবে ১৫ জুন। জামিন মিলল না কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। একগুচ্ছ কর্মসূচি নিয়ে জুনেই বঙ্গ সফরে নরেন্দ্র মোদি। ফের বিদেশের মাটিতে মোদিকে তোপ রাহুলের।
হেডলাইন:
আরও শুনুন: 29 মে 2023: বিশেষ বিশেষ খবর- অভিষেকের হাত ধরে তৃণমূলে বায়রন বিশ্বাস, জোর ধাক্কা কংগ্রেস শিবিরে
বিস্তারিত খবর:
1. কুস্তিগিরদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী। সাক্ষী, ভিনেশ, বজরং-দের সমর্থনে বুধবার কলকাতায় মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মিলিয়েছেন বাংলার একাধিক সফল ক্রীড়াবিদ। যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ও ক্রিকেটার মনোজ তিওয়ারি। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অ্যালভিটো, বিদেশ বসু সকলেই ছিলেন বুধবারের মিছিলে। মহিলাদের মধ্যে প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদারও মিছিলে অংশ নেন। মিছিলের শেষে আবারও কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ বার্তা, আগামীদিনেও কুস্তিগিরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেওয়া হবে। বৃহস্পতিবার গোষ্ঠ পালের মূর্তির নীচে মোমবাতি নিয়ে সমাবেশ করবেন ক্রীড়াবিদরা। একইসঙ্গে এদিন টুইট করে কুস্তিগিরদের সমর্থন জানিয়েছেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটালও। কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে প্রধানমন্ত্রী বা সরকার কেন এখনও বিবৃতি দেয়নি, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা। একই সুর অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দর সিং-এর গলাতেও। তিনিও এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে এখাত নিয়েছেন। অন্যদিকে কেন্দ্রের যুব কল্যাণ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর দেশের কৃতি কুস্তিগিরদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। তাঁর কথায়, দিল্লি পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কুস্তিগিররা। তবে এই ঘটোনায় রীতিমতো উত্তাপ ছড়িয়েছে গোটা দেশে। এরকম পরিস্থিতিতে অনুরাগ ঠাকুরের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
2. এখনই খুলছে না স্কুল। রাজ্যের স্কুলগুলোতে আরও ১০ দিন বাড়ল গরমের ছুটি। জুনের প্রথম থেকেই তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সে কথা মাথায় রেখেই পড়ুয়াদের জন্য গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বুধবার তিনি জানিয়েছেন, সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলবে আগামী ১৫ জুন। বুধবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, “আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহ চলবে এই অবস্থায় সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলের ক্ষেত্রেই এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।” এবছর গ্রীষ্মের শুরুতেই তীব্র গরম আর তাপপ্রবাহের কারণে গত ২ মে থেকে রাজ্যের সমস্ত স্কুলে ছুটি পড়ে গিয়েছিল। তখনই আভাস ছিল, এক মাসের আগে স্কুল খোলা যাবে না। কিন্তু সম্প্রতি, মে মাস কাটিয়েই স্কুল খোলার সিদ্ধান্ত নেয় স্কুলশিক্ষা দপ্তর। তবে ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত বদল হল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।