ভূমিধসে মৃত্যুপুরী ওয়ানড়। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু। সতর্ক করা হয়েছিল আগেই, রাজ্যকে বিঁধে দাবি শাহের। দেড় মাসের মধ্যে উত্তরে ফের ট্রেন দুর্ঘটনা। রাঙাপানিতে এবার লাইনচ্যুত মালগাড়ি। প্রশ্নের মুখে রেলের ভূমিকা, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্যারিস অলিম্পিকে পদকের আশা বাড়ালেন সিন্ধু-লভলিনা। তিরন্দাজিতে দুরন্ত পারফরম্যান্স দীপিকার। শুটিংয়ের ফাইনালে স্বপ্নিল।
হেডলাইন:
আরও শুনুন: 30 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- ওয়ানড় ধসে মৃত বেড়ে ১০৬, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. কেরলের ওয়ানড়ে ভয়াবহ ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত ১৫৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম ১৮০-র বেশি। শতাধিক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। এখনও পর্যন্ত অস্থায়ী সেতু বানিয়ে হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছ সেনা। তবে ভূমিধসে এত মানুষের প্রাণহানির জন্য কেরল সরকারের গাফিলতিকেই দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার রাজ্যসভায় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কেরলে অত্যধিক বৃষ্টির পূর্বাভাস ছিল। তার প্রভাবে যে ধস নামতে পারে, আগেই তা বোঝা গিয়েছিল। ধস নিয়ে অন্তত এক সপ্তাহ আগে সতর্ক করা হয়েছিল পিনারাই বিজয়ন সরকারকে। এমনকি, কেন্দ্র থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ন’টি দলকেও আগেভাগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল কেরলে। কিন্তু এত কিছু করা সত্ত্বেও সময়ে ব্যবস্থা নেয়নি কেরল সরকার। যদিও বিপর্যয়ের সময়ে কেরলের পাশেই আছে কেন্দ্র, কেরলের বাম সরকারকে রীতিমতো কাঠগড়ায় তুলেও জানিয়েছেন শাহ। পালটা মুখ্যমন্ত্রী বিজয়নের তোপ, রাজ্যকে দোষারোপ করে দায় এড়াতে পারে না কেন্দ্র।
2. লোকসভা ভোট পর্ব মিটতেই ফের জেলায় জেলায় নজর। আবারও জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের ভালো ফল হওয়া ঝাড়গ্রাম দিয়েই এবারের সফর শুরু তাঁর। ৯ আগস্ট আদিবাসী দিবসের কথা মনে রেখেই আগস্টের দ্বিতীয় সপ্তাহে সেখানে দুদিনের জন্য যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য স্তরে এই অনুষ্ঠানটি পালিত হবে ঝাড়গ্রাম স্টেডিয়ামে। এখনও সরকারিভাবে অনুষ্ঠানের নির্ঘণ্ট স্থির হয়নি। তবে দলীয়ভাবে প্রস্তুতি শুরু করে দিচ্ছে ঝাড়গ্রাম জেলা তৃণমূল।
এদিকে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রতি নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কথা দিয়েছিলেন, তৃতীয়বার জনপ্রতিনিধি হলে উন্নয়নের কাজ করবেন আরও বেশি করে। রেকর্ড ৭ লক্ষের বেশি ব্যবধানে ডায়মন্ড হারবার থেকে তৃতীয়বার জয়ের পর জেলাস্তরে গুঞ্জন, অভিষেকের তৈরি করা ‘ডায়মন্ড হারবার মডেলে’ নতুন কিছু সংযোজন হতে পারে। দিল্লিতে সংসদ অধিবেশন সেরেই ডায়মন্ড হারবারে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, আগামী ১০ আগস্ট আমতলার একটি প্রেক্ষাগৃহে জেলা প্রশাসনের আধিকারিক ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সাংসদ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।