মণিপুরের সঙ্গে বাংলার তুলনা নয়। কড়া বার্তা সুপ্রিম কোর্টের। তদন্ত করতে কমিটি গড়ুক শীর্ষ আদালতই, আরজি মণিপুরের দুই নির্যাতিতার। ‘অশান্তি সামলাতে ব্যর্থ প্রধানমন্ত্রী’, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। পালটা শুভেন্দুর, ওয়াক আউট বিজেপির। শারীরিক অবস্থার উন্নতি বুদ্ধদেব ভট্টাচার্যের। মুক্তি ভেন্টিলেশন থেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে মমতা। সাড়া দিলেন বুদ্ধদেবও। রাজ্যে ডেঙ্গুর বলি ৮। বিধানসভায় পরিসংখ্যান দিয়ে রোগ মোকাবিলার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
হেডলাইন:
আরও শুনুন: 30 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- কাটেনি সঙ্কট, আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা
বিস্তারিত খবর:
1. মণিপুরে দুই মহিলাকে নির্যাতনের ঘটনার সঙ্গে বাংলা বা অন্যান্য রাজ্যের ঘটনাগুলিকে একাসনে বসানো যায় না। মণিপুর কাণ্ডের শুনানিতে এমনই মত প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মণিপুরে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় নতুন একটি আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুই নির্যাতিতা। মণিপুরের একাধিক মামলা নিয়ে এদিন শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে। এই মামলার শুনানিতেই এক আইনজীবী পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের নারী নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করেন। কিন্তু জাতিবিদ্বেষী হিংসার কারণেই মণিপুরের পরিস্থিতি আলাদা, এই মর্মে মন্তব্য খারিজ করে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
এদিকে নির্যাতিতাদের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিবল বলেন, ভাইরাল ভিডিওর ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে কেন্দ্র সরকার। গোটা ঘটনার তদন্ত মণিপুরের পরিবর্তে অসমে করতে চাইছে তারা। কিন্তু এই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন নির্যাতিতারা। তদন্ত করতে বিকল্প কমিটি গড়ুক শীর্ষ আদালতই, আরজি তাঁদের। তবে শেষ পর্যন্ত কার হাতে যাবে তদন্তভার, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট। যদিও মণিপুরের ঘটনার পরিসংখ্যানের দিকে সুপ্রিম কোর্ট যদি নজর রাখে, তাহলে তাদের আপত্তি নেই বলেই দাবি কেন্দ্রের।
2. মণিপুর ইস্যুতে সোমবার ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। তৃণমূলের নিন্দাপ্রস্তাবের বিরোধিতা, মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় তুমুল হট্টগোল বিজেপি বিধায়কদের। “মণিপুর সামলাতে প্রধানমন্ত্রী ব্যর্থ”, কড়া তোপ মমতার। পালটা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রীকে নিশানা করে এদিন মমতা বলেন, “তিনি বিদেশে যেতে পারেন, আর মণিপুরে যান না।” বিজেপিকে তোপ দেগে তাঁর আরও বক্তব্য, “আপনারা মণিপুর শান্ত করতে না পারলে আমাদের দায়িত্ব দিন। আমরা বিজেপি নই যে, মানুষের জীবন নিয়ে রাজনীতি করব।” মণিপুর নিয়ে যারা বাধা দিচ্ছে, তাদের গণতন্ত্রবিরোধী বলেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। এদিকে মণিপুর নিয়ে বিধানসভায় তৃণমূল নিন্দাপ্রস্তাব আনতেই সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘মণিপুরের ঘটনা সেই রাজ্যের অভ্যন্তরীণ বিষয়। এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়। অন্য রাজ্য নিয়ে আলোচনা করার অধিকার নেই এই রাজ্যের। রাজনৈতিক উদ্দেশ্যে এই আলোচনা হচ্ছে।’’ এ কথায় তীব্র অসন্তোষ প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও নিশানা করেন বিরোধী দলনেতাকে। একইসঙ্গে শুভেন্দু-সহ বিজেপিকে তোপ দাগেন মমতাও। মুখ্যমন্ত্রীর মন্তব্য শেষ হতেই বিধানসভায় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। যদিও ধ্বনি ভোটে নিন্দাপ্রস্তাব পাশ হয়েছে এদিনের বিধানসভা অধিবেশনে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।