বাজেয়াপ্ত টাকার মালিকানা অস্বীকার করলেন পার্থ চট্টোপাধ্যায়। ফের উসকে দিলেন ষড়যন্ত্রের জল্পনা। নীরব পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ কুণাল ঘোষের। নির্মলা মিশ্রের প্রয়াণে শোকস্তব্ধ সংগীতজগৎ। কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল শিল্পীর শেষকৃত্য। শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
হেডলাইন:
আরও শুনুন: 29 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- এসএসসি মেধাতালিকার প্রত্যেককে চাকরির আশ্বাস অভিষেকের
বিস্তারিত খবর:
1. ফের বিস্ফোরক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অস্বীকার করলেন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার মালিকানা। রবিবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার সময় তিনি বলেন, “আমার কোনও টাকা নেই। সময় এলে সব জানা যাবে।” শারীরিকভাবে তিনি ভাল নেই বলেও দাবি করেন পার্থ। তবে এদিন একেবারেই নিশ্চুপ ছিলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এদিকে পার্থ এবং অর্পিতার ফ্রিজ করা ৮টি অ্যাকাউন্ট থেকে আরও ৮ কোটি টাকা মিলেছে বলে খবর ইডি সূত্রে।
রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। অর্পিতার দাবি, এই বিপুল পরিমাণ টাকা তাঁর ফ্ল্যাটে লুকিয়ে রেখেছিলেন খোদ পার্থই। কিন্তু সমস্ত জল্পনার মধ্যেই তৃণমূলের প্রাক্তন মহাসচিব সাফ জানালেন, “আমার নয়, আমার নয়, আমার নয়। কোনওদিন টাকা লেনদেন আমি করিনি।” তিনি আরও বলেন, “কে ষড়যন্ত্র করেছে, সময় এলেই বুঝবেন।” যদিও পার্থর বক্তব্য নিয়ে মাথা ঘামাতেই নারাজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দলের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আইনের উপরেই আস্থা রাখছেন তিনি।
2. শিক্ষক পদে নিয়োগের জট কাটাতে উদ্যোগী রাজ্য। ইতিমধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক পদের চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রবিবার এসএসসির শারীরশিক্ষা-কর্মশিক্ষা পদের চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সাক্ষাতের পরে নিয়োগের বিষয়ে আশ্বস্ত চাকরিপ্রার্থীরা, এমনটাই জানিয়েছেন তাঁরা।
মে মাসে প্রথমবার এসএসসির শারীরশিক্ষা-কর্মশিক্ষা পদের চাকরিপ্রার্থীদের ধরনামঞ্চে সাক্ষাৎ করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক। এদিন ফের চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক সম্মেলনে তৃণমূলের মুখপাত্র বলেন, “আমি প্রশাসনের লোক নই। শুধুমাত্র সরকার এবং চাকরিপ্রার্থীদের মধ্যে পোস্ট অফিসের কাজ করছি।” যে পদ্ধতিতে নিয়োগপত্র দেওয়া হবে, সেই সার্ভারের অ্যাকসেস পুরোপুরি কমিশনের হাতে বলেই জানিয়েছেন কুণাল। তবে রাজ্য সরকার যে চাকরি দেওয়ার ব্যাপারে তৎপর, সেই কথাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। একইসঙ্গে নিয়োগ নিয়ে বিরোধীদের রাজনীতিকে তোপ দেগেছেন কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।