ন্যায় যাত্রায় কাচ ভাঙল রাহুলের গাড়ির। ঘুরিয়ে তৃণমূলকে তোপ অধীরের, অভিযোগ ওড়াল শীর্ষ নেতৃত্ব। নীতীশকে বিঁধে আক্রমণের নিন্দা মমতার। কংগ্রেস-তৃণমূল জোট ভাঙার জন্য বামেদেরই নিশানা নেত্রীর। দীর্ঘ বিতর্কের পর জমি মামলায় জয়ী অমর্ত্য সেন। বাজেট অধিবেশনেই লোকসভার প্রচারের সুর বাঁধলেন মোদি। জ্ঞানবাপী মসজিদে পুজো করতে পারবেন হিন্দুরা। সিল করা অংশে উপাসনার অনুমতি আদালতের। তৃতীয়বার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হলেন জয় শাহ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙা কাণ্ডে শোরগোল রাজনৈতিক মহলে। বুধবার বিহার হয়ে দ্বিতীয়বার বাংলায় ঢুকেছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। আর মালদহে ঢোকার পরপরই রাহুলের গাড়িতে হামলার অভিযোগে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নাম না করে তৃণমূলের দিকে নিশানা করেই তিনি বলেন, “আমরা এখানে জানি, অতিথি দেব ভব। কিন্তু বাংলায় রাহুল গান্ধীর যাত্রা ঢোকার পর থেকেই বাধা দেওয়া হচ্ছে।” কিন্তু তাঁর সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে দলেরই শীর্ষ নেতৃত্ব। এক্স হ্যান্ডেলে দলের তরফে জানানো হয়েছে, এক মহিলাকে বাঁচাতে আচমকা ব্রেক কষে গাড়ি থামানো হয়। তখনই নিরাপত্তার স্বার্থে ব্যবহৃত হওয়া দড়ির আঘাতেই গাড়ির কাচ ভাঙে। রাজ্যে দলের অবস্থানের সঙ্গে জোটের কোনও সম্পর্ক নেই, জানিয়ে তৃণমূল বিরোধিতায় নারাজ কেন্দ্রীয় নেতা জয়রাম রমেশও। আর এরপরেই অধীরকে নিশানা করেছে তৃণমূল নেতৃত্ব। এদিন অধীরের গড় বহরমপুরে দাঁড়িয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় নয়, ঘটনাটি ঘটেছে বিহারে। দূরত্ব থাকলেও সৌজন্যের রাজনীতি ভোলেননি, তা বুঝিয়েই তিনি বলেন, “এধরনের ঘটনার নিন্দা করি। কারও উপর আক্রমণ হলেই নিন্দা করি।” ঘটনার দায়ে নীতীশ কুমারের জেডিইউ-বিজেপির জোটকে নিশানা করে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. গণি খানের গড়ে দাঁড়িয়ে ফের একলা চলার বার্তা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মালদহে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে রাহুল গান্ধীর উদ্দেশেও তোপ দাগলেন তিনি। সাফ জানালেন, “একমাত্র তৃণমূলই পারবে বিজেপিকে হারাতে। আর কারও সেই ক্ষমতা নেই। কংগ্রেস, সিপিএম এরা সব বিজেপির হাত ধরে চলছে।” মালদহের পর মুর্শিদাবাদের সভা থেকেও আসনরফা ভেস্তে যাওয়ার ব্যাপারে সরব হলেন নেত্রী। আর বাংলায় কংগ্রেস এবং তৃণমূলের জোট সম্ভাবনা ভেস্তে যাওয়ার জন্য বামেদেরই কাঠগড়ায় তুললেন তৃণমূল সুপ্রিমো। বাম আমলে বিরোধীদের উপর দমন পীড়নের কথা মনে করিয়ে মমতা জানিয়ে দিলেন, কংগ্রেস সিপিএমের সঙ্গ না ছাড়লে কোনও সমঝোতার রাস্তাই খোলা রাখবেন না। উনিশের লোকসভা নির্বাচনে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ – দুটি আসনই হাতছাড়া হয়েছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওই দুটি আসনেই কংগ্রেস, সিপিএম, বিজেপি মিলে লড়াই করেছে। আসন্ন লোকসভা নির্বাচনে তাই কংগ্রেসকে ছাড়াই এই জেলায় একা লড়বে তৃণমূল, জানিয়ে দিলেন মমতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।