শব্দবদল নয় ‘বাংলার মাটি’ গানে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য। এবার সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক রাজ্য সঙ্গীত। বাংলার দ্বিতীয় মহিলা স্বরাষ্ট্রসচিব রাজ্যপালের প্রাক্তন প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। নতুন বছরে কলকাতা পুলিশের আওতায় ভাঙড়। লোকসভায় মোদির বিরুদ্ধ মুখ হতে পারেন কুস্তিগির সাক্ষী মালিক। বছরের শেষ ‘মন কি বাতে’ নারী বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ মোদি।
হেডলাইন:
আরও শুনুন: 30 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- রামমন্দির প্রতিষ্ঠার দিন দেশজুড়ে অকাল দীপাবলির ডাক মোদির
বিস্তারিত খবর:
1. বাংলা নয়, থাকছে বাঙালিই। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিতে শব্দ বদল হচ্ছে না শেষ পর্যন্ত। সম্পূর্ণ গানটি-সহ নির্দেশিকা জারি করে এবার রাজ্য সরকারের সব অনুষ্ঠানেই বাধ্যতামূলক করা হল রাজ্য সংগীত। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। পাশাপাশি অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। দুই গানের সময়েই উঠে দাঁড়াতে হবে উপস্থিত সকলকে। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানের সঙ্গে প্রতি বছর ‘বাংলা দিবস’ পালন করবেন সকল পশ্চিমবঙ্গবাসী। বিধানসভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী ১ বৈশাখ দিনটিই পালিত হবে রাজ্য দিবস হিসাবে। সেপ্টেম্বর মাসে বিধানসভায় প্রস্তাব এনে রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত অনুমোদন করিয়েছিল তৃণমূল। এর পর স্পেনে শিল্প সম্মেলন থেকে কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিক অনুষ্ঠানে রাজ্য গান গেয়েছেন। এবার সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে ‘বাংলার মাটি’ গানটিকে রাজ্য সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হল।
2. রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রাক্তন প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্যের ইতিহাসে দ্বিতীয় মহিলা স্বরাষ্ট্রসচিব হলেন তিনিই।
১৯৯৪-এর ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব সামলেছেন। একাধিক বিতর্কেও জড়িয়েছেন। সাম্প্রতিক অতীতে রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে ইতিমধ্যে বেশ চাপানউতোর পরিস্থিতি তৈরি হয়েছিল রাজভবন ও নবান্নের মধ্যে। রাজভবনের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর পর্যটন দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী চক্রবর্তী। সঙ্গে ছিল মেদিনীপুর ডিভিশনের কমিশনারের দায়িত্ব। এবার স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি পরিষদীয় দপ্তরের প্রধান সচিব এবং পর্যটন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। এতদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন বি পি গোপালিকা। হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর নেওয়ায় রাজ্যের মুখ্যসচিব হয়েছেন তিনি। এদিকে অবসর গ্রহণের পরই নতুন দায়িত্বে হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী তিনবছরের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পদে নিয়োগ করা হল প্রাক্তন মুখ্যসচিবকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।