পারিবারিক সম্পত্তিবৃদ্ধির মামলায় জোরালো পদক্ষেপ। নিজের সম্পত্তি নিয়েই তদন্ত শুরু মমতার। বেনিয়মে বুলডোজার দিয়ে ভাঙারও নির্দেশ। জামিনের আবেদন খারিজ পার্থর। ফের ১৪ দিনের জেল হেফাজত প্রাক্তন মন্ত্রীর। জামিন মিলল না অর্পিতারও। সেটিং তত্ত্ব নিয়ে বিরোধীদের ফের তোপ মমতার। পুজোর আগের ভিড় সামলাতে শনি ও রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। বদলাচ্ছে না শুরু ও শেষের সময়।
হেডলাইন:
আরও শুনুন: 30 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- অভিষেককে সমন ইডির, হাইকোর্টে রক্ষাকবচ শ্যালিকার
আরও শুনুন: 29 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- সরকার ফেলতে নেতাদের গ্রেপ্তারের চক্রান্ত বিজেপির, তোপ মমতার
বিস্তারিত খবর:
1. পারিবারিক সম্পত্তিবৃদ্ধি নিয়ে দায়ের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এবার জোরালো পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নামে থাকা সম্পত্তিতে কোনও বেনিয়ম আছে কি-না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিলেন তদন্তের। বেনিয়ম দেখলে বুলডোজার দিয়ে সম্পত্তি গুঁড়িয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানান, “বলা হচ্ছে সরকারের জমি দখল করে বসে আছি। আমার বাসস্থান রানি রাসমণির সম্পত্তি। আমি সেখানেই ঠিকা প্রজা হিসাবে থাকি। নিজেদের জমি নেই। ভূমি রাজস্ব সচিব, মুখ্যসচিবকে বলেছি তদন্ত করতে। আমার পরিবারের সম্পত্তি নিয়ে তদন্ত করা হোক। জমি দখল হলে ভেঙে দিতে বলেছি। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিন। কারও অনুমতি নিতে হবে না।” সম্পত্তিবৃদ্ধি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এর আগে গত সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেই সরব হয়েছিলেন মমতা। তবে এবার আর শুধু তোপ দাগা নয়। একেবারে নিয়মাফিক পদক্ষেপের পথেই হাঁটলেন তিনি। সাধারণ মানুষের কাছে মমতার যে স্বচ্ছ ভাবমূর্তি আছে, এই পদক্ষেপে তা আরও স্বচ্ছ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
2. জামিন মঞ্জুর হল না প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বুধবার ভারচুয়াল শুনানিতে জামিনের জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন তিনি। তাঁর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তদন্তে ইডি-কে সবরকম সহযোগিতা করছেন তিনি। প্রয়োজনে তাঁকে গৃহবন্দি করে রাখা হোক এমন প্রস্তাবও দেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁর অসুস্থতা তো ছিলই। তবে প্রাক্তন মন্ত্রী কোনও যুক্তিই গ্রাহ্য হয়নি আদালতের সামনে। এদিনও আদালতে ভারচুয়ালি সওয়াল জবাব চলাকালীন ইডি’র (ED) আইনজীবী দাবি করেন, এখনও পর্যন্ত পার্থ ও অর্পিতার শতাধিক ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। এছাড়াও একাধিক ভুয়ো সংস্থার হদিশ মিলেছে। ওই সংস্থাগুলির মাধ্যমে কালো টাকা সাদা করা হত বলেই দাবি ইডি’র। বিপুল সম্পত্তির উৎস সম্পর্কে জানতে পার্থ-অর্পিতাকে আরও জেরা করার প্রয়োজনীয়তা রয়েছে বলেই দাবি করেন ইডি’র আইনজীবী। এরপরই জামিনের আবেদন নামঞ্জুর হয়। ফের তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন নাকচ করে তাঁরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।