স্বামীর পাশ থেকে টেনে নিয়ে গণধর্ষণ বধূকে। ঘটনায় শোরগোল কল্যাণীতে, গ্রেপ্তার ৮। প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ বর্ধমানেও। সাইবার প্রতারণার বাড়াবাড়ি নিয়ে চিন্তিত কেন্দ্র। ডিজিটাল অ্যারেস্ট রুখতে এবার উচ্চপর্যায়ের কমিটি। সংঘাত মেটাতে আরও একধাপ এগোল ভারত-চিন। সীমান্ত থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার দু’দেশের। নিউজিল্যান্ডের কাছে লজ্জার হারের জের। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হাতছাড়া বুমরাহর। অশ্বিনকে টপকে শীর্ষে রাবাডা। অবনতি বিরাটেরও।
হেডলাইন:
আরও শুনুন: 28 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- পুলিশি তলবে সাড়া, তবে ‘শ্লীলতাহানি’র অভিযোগের পালটা তন্ময়ের
বিস্তারিত খবর:
1. স্বামীর পাশ থেকে টেনে নিয়ে গিয়ে কল্যাণীতে গণধর্ষণ বধূকে। অভিযোগ, কাকভোরে স্বামীর সঙ্গে হাঁটার সময়েই তাঁকে টেনে নিয়ে যায় বেশ কয়েকজন যুবক। রেলব্রিজের নিচে ঘন জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় মহিলাকে। এ ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেনসিক টিমের।
অন্যদিকে একইদিনে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ বর্ধমানে। যুবকের এক বন্ধু তরুণীকে উদ্দেশ্য করে কটূক্তি করায় বচসা হয়েছিল যুগলের সঙ্গে। এরপরই আর চার যুবককে নিয়ে আসে সে। প্রেমিককে বেঁধে ফেলে বেধড়ক মারধর করা হয়। তাঁর সামনেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর জি করের ধর্ষণ-খুন নিয়ে এখনও উত্তাল রাজ্য। তার মধ্যেই এই দুই গণধর্ষণের ঘটনা ফের প্রশ্ন তুলে দিল রাজ্যের নিরাপত্তা নিয়ে।
2. দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে নয়া সাইবার প্রতারণা ডিজিটাল অ্যারেস্ট। খোদ প্রধানমন্ত্রী এই ইস্যুতে উদ্বেগ প্রকাশের পর এবার ময়দানে নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ডিজিটাল অ্যারেস্টের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ নিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল শাহের মন্ত্রক। এই সংক্রান্ত কোনও অভিযোগ আসার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেবে নয়া এই কমিটি। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের তত্ত্বাবধানে গঠিত এই কমিটির মাথায় থাকবেন দেশের স্বরাষ্ট্র সচিব। এই ইস্যুতে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার। সম্প্রতি দেশের নানা প্রান্ত থেকে এমন বহু অভিযোগ প্রকাশ্যে এসেছে। রিপোর্ট বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ৬ হাজার ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। এমনকি ‘মন কি বাত’-এর ১১৫তম পর্বে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে সতর্ক হওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই এ নিয়ে তৎপরতা বাড়াল কেন্দ্র সরকার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।