যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার পক্ষে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতন্ত্র রক্ষা করুক বিচারব্যবস্থা, আরজি মুখ্যমন্ত্রীর। ১ নভেম্বর থেকে শুরু দুয়ারে সরকার কর্মসূচির নয়া পর্ব। ফর্ম জমা দিলেই মোবাইলে মিলবে ই-রেশন কার্ড। অভিন্ন দেওয়ানি বিধি চাইছেন কেজরিওয়ালও। গেরুয়া শিবিরেরই সুরে সুর আপ সুপ্রিমোর। পারথে জয় অধরা ভারতের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ফের যুক্তরাষ্ট্রীয় কাঠামা রক্ষার দাবিতে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জিউরিডিক্যাল সায়েন্সেস-এর ১৪তম সমাবর্তনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই বিচারব্যবস্থার কাছে গণতন্ত্রকে রক্ষার আবেদন জানালেন মমতা। এদিন বিচারপতিদের সামনেই মুখ্যমন্ত্রীর অভিযোগ করে বলেন, “বিচারের আগেই মিডিয়া ট্রায়াল হচ্ছে। মিডিয়া বিচারব্যবস্থাকে গাইড করছে।” বিচারব্যবস্থার কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, “যাঁরা নেতৃত্বে আছেন, যাঁরা ভবিষ্যতে যাবেন এই জায়গায়, আপনাদের সকলের কাছে অনুরোধ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষা করুন। অযথা মানুষকে হেনস্তা করা হচ্ছে।” দেশের প্রধান বিচারপতির উদ্দেশে এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “এই দু’মাসে আমরা দেখেছি বিচারব্যবস্থা কাকে বলে! আমি বলছি না বিচারব্যবস্থা থেকে মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। কিন্তু পরিস্থিতি খারাপ থেকে খারাপ হচ্ছে।” তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে বিচারব্যবস্থাই একমাত্র মানুষকে বিপর্যয় থেকে বাঁচায়। বিচারব্যবস্থা মানুষের কান্না শুনুক।” তাঁর আশঙ্কা, “একদল মানুষ গণতান্ত্রিক কাঠামোকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আড়ালে অনেক কিছু হচ্ছে। দেশ ক্রমশ রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে।” বিচারব্যবস্থাই দেশ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, গণতন্ত্রকে বাঁচাতে পারে বলেই তাঁর বিশ্বাস, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
2. বাংলা জুড়ে এখনও উৎসবের রেশ। এই উৎসবের আবহেই কেউ কেউ গন্ডগোল বাধানোর পরিকল্পনা করতে পারে। ছট পুজোয় অংশ নিয়ে এমনই সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার জনগণকে সাবধান করে মুখ্যমন্ত্রী বলেন, ”এই সময় গন্ডগোলে বাধানোর পরিকল্পনা করছে অনেকে, তাতে পা দেবেন না। সকলে ধীরেসুস্থে, সাবধানে পুজো করুন।” ছটপুজোয় দইঘাট ও তক্তাঘাটেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দইঘাটে প্রদীপ জ্বালিয়ে, উপচার সাজিয়ে পুজো দেন। জনতার উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ”সব ধর্মই আমাদের ধর্ম। সমস্ত উৎসবে বাংলা শামিল হয়।” একই সঙ্গে পোস্তাবাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ”একই সময়ে ছটপুজো আর জগদ্ধাত্রী পুজো এল এবার। সব ধর্মই আমাদের। দুর্গাপুজো, দিওয়ালি, ছটপুজো আমরা একসঙ্গে সব পালন করি। মনে রাখবেন, আপনার ভারত, আমারও ভারত। সবাই একসঙ্গে থাকি। একসঙ্গে আনন্দে মেতে উঠি। শত অন্ধকারেও আমি আপনাদের পাশেই আছি।” উৎসবের আবহে আরও একবার সর্বধর্ম সমন্বয়েরই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।