মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগ। কলকাতা হাই কোর্টের নির্দেশে বেতন বন্ধ ‘ভুয়ো’ কর্মীর। সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ৮.৪ শতাংশ। চারদিন বন্ধ পার্ক স্ট্রিট উড়ালপুল। ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া দপ্তর।
হেডলাইন:
আরও শুনুন: 29 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- কলকাতা পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, নেই বড় চমক
বিস্তারিত খবর:
1. রাজ্যে লগ্নি টানতে মুম্বই রওনা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত বৈঠকই নয়, একাধিক নেতাদের সঙ্গে রাজনৈতিক আলোচনাও থাকছে তাঁর সফরসূচিতে।
শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি। ফলে এই সফরে তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না তৃণমূল নেত্রী। সফরের প্রথমদিনই তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে তথা ক্যাবিনেট মন্ত্রী আদিত্য ঠাকরে। ছিলেন শিব সেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউতও। দুজনের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য তৃণমূলের তরফে এখনও জানানো হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী বছর বাংলায় বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলনে আমন্ত্রণ জানাতে ও রাজ্যের শিল্পের পরিবেশকে শিল্পপতিদের কাছে তুলে ধরতেই তাঁর এই মুম্বই সফর। একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। আলোচনা করবেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নির মতো একাধিক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও।
2. বাদল অধিবেশনে হট্টগোলের জেরে সংসদের শীতকালীন অধিবেশন থেকে সোমবার সাসপেন্ড করা হয়েছিল বিভিন্ন দলের ১২ জন সাংসদকে। সেই সাসপেনশন প্রত্যাহারের আবেদন করেছিলেন বিরোধীরা। বুধবার সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের আবেদন খারিজ করলেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। এরপরই রাজ্যসভা থেকে ওয়াকআউট করল বিরোধী পক্ষ।
গতকাল সংসদের ইতিহাসে নজিরবিহীনভাবে ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। এদের মধ্যে রয়েছেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী। এছাড়াও রয়েছেন ৬ কংগ্রেস সাংসদ, এক সিপিএম সাংসদ, এক সিপিআই সাংসদ, এবং দুজন শিবসেনা সাংসদ। এভাবে সাংসদদের সাসপেন্ড করায় বিরোধীরা বিক্ষোভ দেখালেন মঙ্গলবার। যদিও সংসদ ভবন চত্বরে আলাদা আলাদা ভাবে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে কংগ্রেস ও তৃণমূলকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।