গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত শেষ মুহূর্তে বাতিল করলেন কুস্তিগিরা। কেন্দ্রকে বিবেচনার জন্য দেওয়া হল পাঁচ দিন সময়। নিগ্রহের প্রতিবাদে মিছিলের ডাক মমতার। সরকারি ক্ষেত্রে লক্ষাধিক কর্মী নিয়োগের ঘোষণা। DA আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্ত মণিপুরের যেতে চেয়ে দিল্লিকে চিঠি মমতার। মৃতের পরিবারে আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। হিংসা নিয়ে সরব মীরাবাই চানু -সহ ১১ ক্রীড়াবিদ।একমাসের ছুটি কাটিয়ে খুলছে স্কুল।
হেডলাইন:
আরও শুনুন: 29 মে 2023: বিশেষ বিশেষ খবর- অভিষেকের হাত ধরে তৃণমূলে বায়রন বিশ্বাস, জোর ধাক্কা কংগ্রেস শিবিরে
আরও শুনুন: 28 মে 2023: বিশেষ বিশেষ খবর- সমারোহে উদ্বোধন সংসদ ভবনের, মাটিতে পড়ে রইলেন মহিলা কুস্তিগিররা
বিস্তারিত খবর:
1. নিগ্রহের প্রতিবাদে অলিম্পিকের পদক গঙ্গায় বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কুস্তিগিররা, একই সঙ্গে ন্যায়বিচারের দাবিতে আমরণ অনশনেরও সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করলেন তাঁরা। এদিন পদক বিসর্জন দিতে হরিদ্বারে গিয়ে পৌঁছে গিয়েছিলেন সাক্ষী-ভিনেশরা। সেই সময়ই তাঁদের সঙ্গে দেখা করতে এসেছেন কৃষক আন্দোলনের নেতারাও। মূলত তাঁদের অনুরোধেই এই পরিকল্পনা স্থগিত করেন কুস্তিগিররা। তবে পুরো ঘটনা ও পরিস্থিতির বিবেবচনায় কেন্দ্রকে পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে। তার পরই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিদ্ধারিত হবে। এদিকে কুস্তিগিরদের নিগ্রহের প্রতিবাদের এবার কলকাতায় প্রতিবাদ মিছিলের ডক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের প্রতিবাদকে স্বীকৃতি দিয়ে মিছিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল আয়োজনের ডাক দিয়েছেন মমতা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বাংলার ক্রীড়াবিদরা একজোট হয়ে এই মিছিলে অংশ নেবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কুস্তিগিরদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কুস্তিগিরদের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে পদক বিসর্জন প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর কথায়, “নিজেরা পরিশ্রম করে পদক জিতেছেন কুস্তিগিররা। সেই পদক নিয়ে কী করবেন সেটা তাঁদের সিদ্ধান্ত। তবে যেভাবে রাস্তায় ফেলে তাঁদের মারধর করা হয়েছে, হেনস্তা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ করছি।” রাজ্য সরকার সবসময় কুস্তিগিরদের পাশে আছে। এদিন এমনটাই সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. ডিএ নিয়ে জট কাটাতে এবার পদক্ষেপ খোদ মুখ্যমন্ত্রির। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি নিজে। সূত্রের খবর, বুধবার দুপুর ৩ টেয় নবান্নে এই বৈঠক হওয়ার কথা। মঙ্গলবার এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, “কয়েকজন কথা বলতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে বসব।” এই বৈঠক ইতিবাচক হবে বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসে নিজেদের সমস্যা তুলে ধরলে সমস্যা মিটবে বলে আশাবাদী আন্দোলনকারীদের একাংশ। অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে বড়সড় কর্মসংস্থানের ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক দপ্তরে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের পথে রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে ১২ হাজার, গ্রুপ সি-তে ৩ হাজার, প্রাথমিক ১১ হাজার, উচ্চপ্রাথমিকে ১৪ হাজার, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২২০০ অধ্যাপক নিয়োগ করা হবে। এছাড়াও পুলিশে ২০ হাজার, আবগারি দপ্তরে ৩ হাজার কনস্টেবল, স্বাস্থ্যদপ্তরে ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্সের পদ শূন্য রয়েছে। সেগুলিও দ্রুত পূরণ করা হবে বলেই জানিয়েছেন মমতা। কমিউনিটি স্বাস্থ্যকর্মী, আশা ও অঙ্গনওয়াড়িতেও একাধিক নতুন কর্মী নিয়োগ করবে রাজ্য বলেই ঘোষণা করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।