ভোটে প্রার্থী করা হোক কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের। বিজেপিকে খোঁচা অভিষেকের। ইডির বাজেয়াপ্ত টাকা ফেরানো নিয়ে ‘জুমলা’ তোপ নেতার। রবিবার থেকে নির্বাচনী প্রচার শুরু মমতার, যোগ দেবেন মহুয়ার সভায়। সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শাহজাহান। সিবিআই-এর পর নেতাকে গ্রেপ্তার ইডির। দিল্লি জল বোর্ডের দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট ইডির। দেশে উচ্চশিক্ষিতদের থেকে ৯ গুণ বেশি কাজের সুযোগ নিরক্ষরদের।
হেডলাইন:
আরও শুনুন: 28 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা! অভিজিতের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
বিস্তারিত খবর:
1. বাংলার ৪ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজেপির তরফে কে দাঁড়াবেন, তা নিয়ে মাথাব্যথা রয়েছে গেরুয়া শিবিরের। আর তা নিয়েই এবার চ্যালেঞ্জের সুরে বিজেপিকে খোঁচা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে জনসভা থেকে তিনি বললেন, “ইডি ডিরেক্টর, সিবিআই ডিরেক্টর, আইটি ডিরেক্টর আর এনআইএ ডিরেক্টর – চারজনকে চার আসনে প্রার্থী করে দিন। অনেক তো লড়াই করলেন বিরোধী রাজনৈতিক নেতাদের বাড়িতে রেড করে। এবার দেখুন ভোটে বাংলার মানুষ কী করেন।” শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ইডির বাজেয়াপ্ত করা টাকা বাংলার মানুষকে ফেরানোর আশ্বাস দিয়েছেন মোদি। সেই প্রতিশ্রুতিকে ‘জুমলা’ বা ‘ভাঁওতা’ বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের দেওয়া হিসাব অনুযায়ী, ইডির বাজেয়াপ্ত টাকা ফেরালে দেশবাসী মাথাপিছু ২১ টাকা করে পাবেন। এই সামান্য টাকার বিনিময়ে বিজেপি ৫ বছরের ভোট চাইছে, খোঁচা অভিষেকের। পাশাপাশি লোকসভার আগে মোদি সরকারকে নয়া চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি। বললেন, “আগামী ৫ বছর বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিন। লোকসভা নির্বাচনে ৪২ কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেব।” গত ৫ বছরে মোদির প্রতিশ্রুতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির কতটা কার্যকর হয়েছে, তার তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেই প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল।
2. লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই জোরকদমে প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূল শিবির। এবার নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকেই প্রচারে নামছেন তিনি। কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে ধুবুলিয়ায় জনসভাতে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো। একে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে সাংসদ পদ হারিয়েছেন মহুয়া। উপরন্তু এবারের ভোটে বিজেপির বড় হাতিয়ার সিএএ, যার বিরুদ্ধে লাগাতার প্রচার চলছে মতুয়া এলাকায়। সেখানে মতুয়াগড় কৃষ্ণনগরে মহুয়ার সভায় মমতার উপস্থিত থাকাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে এপ্রিলের শুরুতেই উত্তরবঙ্গ সফরেও যাচ্ছেন মমতা। গত লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে নিঃসন্দেহে ভালো ফল করেছিল তৃণমূল। তবে উত্তরবঙ্গে একটি আসনও জিততে পারেনি। তাই এবার উত্তরবঙ্গে নজর তৃণমূলের। জানা যাচ্ছে, ৩ এপ্রিল উত্তরবঙ্গে রওনা দেবেন নেত্রী। ৪ থেকে ৮ এপ্রিল পর্যন্ত প্রার্থীদের সমর্থনে প্রচারসভা করবেন তৃণমূল নেত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।