বিশ্বজয়ী ভারতীয় দলকে ফোন প্রধানন্ত্রীর। বিরাট-রোহিতের ভূয়সী প্রশংসা মোদির। টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা জাদেজার। তালিবানি কায়দায় পালিয়ে বিয়ের শাস্তি। রায়গঞ্জে সালিশি সভায় যুগলকে বেধড়ক মারধর। পুলিশের হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত। অনলাইনেই হতে পারে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা। ভোট মিটতেই ফের শুরু ‘মন কি বাত’। বিধানসভাতেও জোট ঘোষণা শরদের।
হেডলাইন:
আরও শুনুন: 28 জুন 2024: বিশেষ বিশেষ খবর- দুই বিধায়কের শপথ জটে কড়া প্রতিক্রিয়া রাজভবনের, বৈঠক স্পিকার-এজির
বিস্তারিত খবর:
1. ১৩ বছরের খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। টি২০-র ফাইনাল ম্যাচ শেষ হতেই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার ফোন করেও রোহিতদের সাধুবাদ জানালেন মোদি। জানা গিয়েছে, সদ্য টি-২০ থেকে অবসর নেওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন মোদি। এছাড়া বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জশপ্রীত বুমরাহকে আলাদা করে অভিনন্দন জানিয়েছেন। হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদব শেষ ওভারে যেভাবে ঠাণ্ডা মাথায় পারফর্ম করেছেন, সেই কথা মাথায় রেখেও কুর্নিশ জানান মোদি। প্রশংসায় ভরিয়েছেন বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কেও। এদিকে, বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট-রোহিত। তাঁদের পথে হাঁটলেন রবীন্দ্র জাদেজাও। সোশাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে অবসররের কথা ঘোষণা করেছেন ভারতের তারকা অলরাউন্ডার।
2. সালিশি সভায় যুগলকে তালিবানি কায়দায় মারধরের অভিযোগ। ঘটনার ভিডিও ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়। উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকার এই ঘটনায় শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক ও যুবতীকে লাগাতার লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন ওই তরুণ-তরুণী। অভিযোগ, সেই দোষেই এমন শাস্তি। মারধরের অভিযোগ ওঠে চোপড়ার বিধায়ক ঘনিষ্ঠ জেসিবি ওরফে তাজমুল হক ভোলার বিরুদ্ধে। যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্থানীয় প্রশাসনের দাবি, এই নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত জেসিবি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।