অবৈধ ভাবে জমি দখল করেননি অমর্ত্য সেন। সরকারি নথি দেখিয়ে প্রমাণ মুখ্যমন্ত্রীর। নির্দেশ নোবেলজয়ীকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন ৪৬তম কলকাতা বইমেলার। মেলা উপলক্ষে নির্দেশ বাস বাড়ানোর। দিল্লিতেও বাংলা বইমেলা করার ইচ্ছে প্রকাশ মমতার। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের ফ্ল্যাটে উদ্ধার প্রাথমিক টেটের ওএমআর শিট। দুর্নীতিতে নাম জড়াল জনৈক অভিনেত্রীরও। পাকিস্তানের মসজিদে প্রার্থনার সময় আত্মঘাতী বিস্ফোরণ।
হেডলাইন:
আরও শুনুন: 29 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- বাংলাকে চিনতে রাজ্যপালের ‘একতা যাত্রা’, সূচনা দক্ষিণেশ্বর থেকে
আরও শুনুন: 28 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- ‘এনামুলের টাকায় দেবের ছবি’, হিরণের অভিযোগের জবাব অভিষেকের
বিস্তারিত খবর:
1. জমি নিয়ে জটিলতার মাঝেই শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’-তে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমির নথিপত্র দেখিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানালেন, বিশ্বভারতীর তরফে জমি দখলের যে অভিযোগ উঠেছে তা মিথ্যে। পরিস্থিতি বিবেচনা করে অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে জমির গুরুত্বপূর্ণ নথি তুলে দিয়ে এদিন মমতা বলেন, পরিকল্পনামাফিক অমর্ত্য সেনকে অপমান করা হচ্ছে। দিনকয় আগেই এই প্রসঙ্গে নোবেলজয়ীকে চিঠি দেওয়া হয় বিশ্বভারতীর পক্ষ থেকে। যেখানে ১৩ ডেসিমেল জমি অবৈধ ভাবে দখলের অভিযোগ ওঠে অমর্ত্য সেনের বিরুদ্ধে। যার পালটা হিসাবে আইনজীবীর চিঠি দেওয়া হবে বলেই জানিয়েছিলেন অধ্যাপক সেন। তবে এদিন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট নথি দেখিয়েই বুঝিয়ে দেন, অমর্ত্য সেনের দাবি মিথ্যা নয়। অর্থাৎ ১.৩৮ একর জমির যে কথা তিনি বলেছেন, রেকর্ডেও তাই-ই আছে। এই নথি দেখিয়েই নোবেলজয়ীর নামে ওঠা অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নাম না করে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে খোঁচা দিয়ে তিনি বলেন, “বিশ্বভারতীতে ছাত্রদের সাসপেন্ড, শোকজ বন্ধ হোক। আমরা বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের চোখে দেখি, গৈরিকীকরণের চোখে দেখি না।” অমর্ত্য সেনকে ব্যক্তিআক্রমণের প্রসঙ্গ তুলেও এদিন গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন মমতা। তিনি বলেন, যাঁকে প্রণাম করলে গর্ববোধ হয়, তাঁকেই অপমান করা হচ্ছে। এরপর থেকে এরকম মিথ্যে অভিযোগ ওঠা বন্ধ হবে বলেই আশা তাঁর। অধ্যাপক সেন ও বিশ্বভারতীর যে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছিল, তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
2. সোমবার ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা এবার স্থায়ী জায়গা পেয়েছে, এ কথা মনে করিয়ে সকলকে মেলায় আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বইপ্রেমীদের সুবিধার্থে বাস পরিষেবা বাড়ানোর নির্দেশ দিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীকে। বইমেলায় যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে সেই কারণে দমকলমন্ত্রীকে অগ্নিনির্বাপণ ব্যবস্থার দিকে নজর রাখার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। এদিন বইমেলার উদ্বোধন মঞ্চে ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শুভাপ্রসন্ন রায়, অরূপ বিশ্বাস, শান্তনু সেন-সহ বিশিষ্টজনেরা। ছিলেন এবারের থিম কান্ট্রি স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর। সেখানেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানান মুখ্যমন্ত্রী। প্রায় ৭০০ ছোট-বড় বইয়ের স্টল এবং ২০০টি লিটল ম্যাগাজিন অংশ নিয়েছে চলতি বছরের বইমেলায়। অতিমারির সময়েও গত বছর ভাল ব্যবসা করেছিল বইমেলা, সে কথা মনে করিয়ে মমতা এদিন বলেন, ‘‘প্রায় ২৩ কোটি টাকার ব্যবসা হয়েছিল। ২৩ লক্ষ মানুষ এসেছিলেন। এ বার তো কথাই নেই।’’ কেবল কলকাতায় নয়, দিল্লিতেও বাংলা বইমেলা হোক, আন্তর্জাতিক বইমেলার মঞ্চ থেকে এদিন এমন ইচ্ছেই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সংস্কৃতির এই মঞ্চ থেকেই গণতান্ত্রিক পরিসর ও মুক্ত ভাবনাচিন্তার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।