এখনই নয় লকডাউন, আশ্বাস মুখ্যমন্ত্রীর। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হাজারের বেশি। দোরগোড়ায় তৃতীয় ঢেউ। ওমিক্রনের সুনামির আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল। ২০২১-এর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন ব্রাত্য বসু। বছরশেষে বৃষ্টির ছোঁয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় দিয়ে সফর শুরু ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 29 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- রাজ্যে ফিরতে পারে কনটেনমেন্ট জোন, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 28 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- দ্বিতীয়বার মেয়র পদে শপথ ফিরহাদের, কলকাতাকে বিশ্বসেরা করাই লক্ষ্য
বিস্তারিত খবর:
1. রাজ্যবাসীকে ফের কোভিড নিয়ে সতর্ক হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাফ জানালেন, এখনই লকডাউন করা হবে না। পাশাপাশি, সংক্রমণ রুখতে অবিলম্বে বাংলায় বিদেশ থেকে আসা বিমান ওঠা-নামা বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সাগর থেকে কলকাতা রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, “গত দু’বছর লকডাউন দেখেছি আমরা সকলে। মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। তাই এখনই লকডাউন করা হবে না। যে এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়বে সেখানে কনটেনমেন্ট জোন করা হবে। বিধিনিষেধ জারি করা হবে তবে লক্ষ্য রাখা হবে জনজীবন যাতে ব্যাহত না হয়।” তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা সকলেই জানি বিদেশ থেকে যে বিমানগুলি আসছে, সেখান থেকেই ওমিক্রন ছড়াচ্ছে। অবিলম্বে বিদেশি বিমান ওঠানামা বন্ধ করা দরকার।” রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বছরের শেষ ও শুরুতে আনন্দ উদযাপনে মাতলেও প্রতিক্ষেত্রে সচেতন হতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার আবশ্যক। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও সতর্কতা পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফে ব্যবস্থা করা হচ্ছে ভ্যাকসিনেরও। তবে বারবার রাজ্যবাসীকে ভয় না পাওয়ার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।
2. নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের সংক্রমণ। একদিনে বাংলায় সংক্রমিত হয়েছেন ২,১২৮ জন। আগের দিন নতুন সংক্রমিতের সংখ্যা ছিল ১,০৮৯। পজিটিভিটি রেট এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৫.৪৭ শতাংশে। একদিনে করোনার বলি ১২ জন।
এই পরিস্থিতিতে ব্রিটেন থেকে সরাসরি কলকাতায় আসা বিমানের ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা। আগামী ৩ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানাল নবান্ন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্রিটেনকে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। কারণ, গত ২৪ ঘণ্টায় সে দেশে সংক্রমিত ১ লক্ষেরও বেশি মানুষ। ঠিক সে কারণেই ব্রিটেন ফেরত যাত্রীদের নতুন বছরের ৩ জানুয়ারি থেকে আর বাংলায় ঢুকতে দেওয়া হবে না। ঝুঁকিবিহীন দেশ থেকে যেসব যাত্রীরা আসবেন, তাঁদের অবশ্যই করোনা পরীক্ষা করতে হবে। পরীক্ষার খরচ গুনতে হবে যাত্রীকেই। বিমানবন্দর কর্তৃপক্ষকে ১০ শতাংশ যাত্রীর আরটি পিসিআর এবং বাকিদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। যে সমস্ত যাত্রীরা চাইবেন তাঁরা আগে থেকেই করোনার স্লট বুক করে নিতে পারবেন।
এদিকে ‘ওমিক্রনে’র থাবায় স্কুল চলবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কোনও শিক্ষক কিংবা শিক্ষাকর্মী করোনা আক্রান্ত হলেও স্কুল বন্ধ হবে না। এছাড়াও কলকাতার পুর এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির ভাবনা চলছে। আগামী শুক্রবার থেকেই হয়তো তা কার্যকর হতে পারে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।