‘ছাব্বিশের ভোটে ২৪০ আসন পাবে তৃণমূল’। ‘নবজোয়ার’ কর্মসূচি থেকে অভিষেক বেঁধে দিলেন বিধানসভার টার্গেট। লেকটাউনে পেট্রল পাম্পের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বহুতলেও ছড়াল আগুন। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু দমকলের। ১০০ পর্বে পৌঁছল মোদির ‘মন কি বাত’। অনুব্রত মণ্ডলের মতো তিহাড়েই ঠাঁই মেয়ে সুকন্যার। কুস্তিগিরদের টানা বিক্ষোভের সামনেও অনড় অভিযুক্ত প্রেসিডেন্ট। নারাজ পদ থেকে ইস্তফা দিতে।
হেডলাইন:
আরও শুনুন: 29 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- মানহানি মামলায় সমন শতরূপ-সেলিম-বিমানকে, চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল
বিস্তারিত খবর:
1. পথে নেমে জনসংযোগ, জনতার কাজ করেই তাঁদের থেকে ভোট পাওয়া, এই লক্ষ্য নিয়েই ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচি থেকেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি। বুঝিয়ে দিলেন, আসন্ন কোনও নির্বাচন কিংবা কোনও ইস্যু নয়, দূর ভবিষ্যতের দিকে লক্ষ্য স্থির রেখেই কর্মপন্থা ঠিক করছে ঘাসফুল শিবির। রবিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে অভিষেকের সাফ দাবি, ছাব্বিশে ২৪০ টি আসন পাবে তৃণমূল।
রবিবার উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় ঘুরে জনসংযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোপড়ার জনসভা থেকে তাঁর বক্তব্য, ”তৃণমূলকে হারানো, হঠিয়ে দেওয়া অত সহজ নয়। জনসমর্থন আরও বাড়ছে, বাড়বে। ২০১১ সালে ১৮৪ টি আসন পেয়েছিল তৃণমূল। ২০১৬ সালে ২১১ টি আর ২০২১ সালে ২১৩ আসনে জিতেছে। এবার ছাব্বিশে ২৪০ আসন পাবে তৃণমূল।” একইসঙ্গে ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে তৃণমূলকে রোখা যাবে না বলেও কার্যত হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
2. বিধ্বংসী অগ্নিকাণ্ড লেকটাউনে। বাঙ্গুর এলাকায় পেট্রল পাম্পের পাশের একটি দোকানের ব্যানারে আগুন লেগে তা ছড়িয়ে পড়ল দোকানের উপরের আবাসনেও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসুও। সরেজমিনে খতিয়ে দেখেন পরিস্থিতি। রবিবার বিকেলের দিকে ঝড়বৃষ্টি হওয়ায় একটি দোকানের ব্যানার খুলে উড়ছিল। সন্ধে ৬টা নাগাদ আচমকা সেখানেই আগুন লেগে যায়। ল্যাম্পপোস্ট থেকে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকানের উপরের আবাসনে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশেই পেট্রল পাম্প থাকায় উদ্বিগ্ন এলাকাবাসী। অগ্নিকাণ্ডের জেরে যশোর রোডে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।