সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন। চোর স্লোগানের পর আদালত চত্বরে সন্দীপের উপর হামলা। ৮ দিনের হেফাজতে পেল সিবিআই। সিপিকে ডেপুটেশন দিলেন আন্দোলনকারীরা। আপাতত অবস্থান তুললেও চলবে কর্মবিরতি।বিধানসভায় পেশ ধর্ষণবিরোধী ‘অপরাজিতা’ বিল। আর জি কর ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র। রাজ্যে সর্বত্র চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ম হতে পারে না। রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ কলকাতা হাই কোর্টের।
হেডলাইন:
আরও শুনুন: 1 সেপ্টেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- শহরজুড়ে নাগরিকদের মহামিছিল, পা মেলালেন সব পেশার মানুষ
বিস্তারিত খবর:
1. সাসপেন্ড সন্দীপ ঘোষ। আর জি কর কাণ্ডের ২৬ দিন পর সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। এদিকে, সন্দীপ ঘোষের উপর হামলার চেষ্টা চলল আদালত চত্বরে। ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। মঙ্গলবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় তাঁকে। নিজাম প্যালেস থেকে বার করে আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ করে ‘চোর’ স্লোগান ওঠে। কিন্তু আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ভিড়ের মধ্য থেকে সন্দীপের উপর হামলার চেষ্টা হয়। কোনও রকমে তাঁকে গাড়ি তোলা হয়। জানা গিয়েছে, সন্দীপ ঘোষকে আট দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। তবে দুর্নীতিতে আরও অনেকে জড়িত, আদালতে এমনটাই দাবি করে সিবিআই।
2. দীর্ঘ ২২ ঘণ্টা অবস্থানের পর জুনিয়র চিকিৎসকদের দাবি মানল কলকাতা পুলিশ। খুলে দেওয়া হল অশান্তি রুখতে তৈরি লৌহকপাট। মঙ্গলবার প্রতীকী শিরদাঁড়া এবং ডেপুটেশন নিয়ে লালবাজার পৌঁছন ২২ জন প্রতিনিধি দল। সেখানে দীর্ঘক্ষণ বৈঠক সারেন তাঁরা। বেরিয়ে এসে চিকিৎসকদের তরফে অনিকেত মাহাতো জানান, সিপি বিনীত গোয়েলের কাছেই সিপির পদত্যাগের দাবি করা হয়েছে। তার কারণও তুলে ধরা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, সিপি জানিয়েছেন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন তিনি। যদিও প্রশ্নের সদুত্তর সিপি দিতে পারেননি বলেই দাবি জুনিয়র চিকিৎসকদের। এই পরিস্থিতিতে ফিয়ার্স লেন থেকে অবস্থান তুলে নেন জুনিয়র ডাক্তাররা। তবে কর্মবিরতি বহাল থাকবে বলে সাফ জানিয়ে দেন আন্দোলনকারীরা। এদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নামে বাম ব্রিগেড। বিমান বসু, মহম্মদ সেলিমের নেতৃত্বে বিশাল মিছিল পৌঁছয় শ্যামবাজার। সেখানে অবস্থানে বসেন বামনেতা-কর্মীরা। অন্যদিকে বিচারের দাবিতে উল্টোডাঙা থেকে পাটুলি পর্যন্ত মানববন্ধন করেন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।