১০ জনে খেলেও ডুরান্ড জয় মোহনবাগানের।চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে খেতাব জয় সবুজ-মেরুন শিবিরের। উপনির্বাচনের আগে ধূপগুড়ি মহকুমা ঘোষণার আশ্বাস অভিষেকের। বিশ্ববিদ্যালয়গুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আচার্য-উপাচার্যের হাতেই। রাজ্যের নির্দেশিকা মানতে বাধ্য নন উপাচার্যরা। খারিজ লোকসভা ভোট এগিয়ে আনার জল্পনা। মুম্বইয়ে বিরোধী বৈঠকের পরই অসুস্থ সোনিয়া গান্ধী। সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা। বিস্ফোরক মন্তব্যের জেরে বিতর্কে স্ট্যালিন-পুত্র উদয়ানিধি।
হেডলাইন:
আরও শুনুন: 2 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- এশিয়া কাপে মহারণ, পাকিস্তানকে ২৬৭ রান তোলার চ্যালেঞ্জ দিল ভারত
আরও শুনুন: 1 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- তৃতীয় বৈঠকে কো-অর্ডিনেশন কমিটি গড়ল ‘ইন্ডিয়া’, থাকছেন অভিষেকও
বিস্তারিত খবর:
1. ডুরান্ডের রং সবুজ-মেরুন। চির প্রতিদ্বন্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে, তা-ও আবার দশ জনের খেলে। স্বাভাবিক ভাবেই, বাঁধভাঙা উচ্ছ্বাস মোহনবাগান শিবিরে। রবিবার সকাল থেকেই ডার্বির উত্তেজনায় ফুটছিল বাঙালি। ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে মোহন-ইস্ট প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে রীতিমতো সাড়া পড়েছিল। সেই ম্যাচ জিতে কাপ ঘরে তুলল মোহনবাগান। শুরু থেকেই আক্রমণ, প্রতি-আক্রমণের চাপ বজায় রাখার চেষ্টা করে যাচ্ছিল দুই শিবিরই। ইস্টবেঙ্গল বেশ ছন্দোবদ্ধ ফুটবলই উপহার দিচ্ছিল। আক্রমণও শানিয়েছিল। মোহনবাগানের সামনেও একাধিক সুযোগ চলে আসে। পেত্রাতোস এবং সাহাল-দুজনই পাওয়া সুযোগকে গোলে পরিণত করতে ব্যর্থ হন। প্রথমার্ধে খেলার ফল তাই গোলশূন্যই ছিল। ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা। এরপরই তিনটি পরিবর্তন করেন ফেরান্দো। মাঠে আসেন কামিন্স। ১০ জন হলেও আক্রমণের রাস্তা থেকে সরে না এসে বরং ঝাঁজ বাড়াতে থাকে মোহনবাগান। ৭১ মিনিটে প্রায় একক দক্ষতায় বল নিয়ে লাল-হলুদ বক্সে পৌঁছান পেত্রাতোস, সেখান থেকে নিখুঁত লক্ষ্যে বল জড়িয়ে দেন জালে। সবুজ-মেরুন উচ্ছ্বাসে ভেসে যায় যুবভারতী। এরপর অনেক চেষ্টা করেও আর খেলায় ফিরতে পারেনি ইস্ট-বেঙ্গল। চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়েই ডুরান্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান।
2. ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে পৃথক মহকুমা নিয়ে জনতার আবেদনের ভিত্তিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনে লিখিত নালিশ জানালেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। আগামী ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার ধূপগুড়িতে উপনির্বাচন। সেখানকার বিজেপি (BJP) বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনের প্রচারে শনিবার ধূপগুড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে তাঁর বক্তৃতার মাঝেই উপস্থিত জনতা সমস্বরে আবেদন জানান, ধূপগুড়িকে আলাদা মহকুমা করতে হবে। জনতার সেই দাবির ভিত্তিতেই প্রতিশ্রুতি দেন অভিষেক। ৩১ ডিসেম্বরের মধ্যে আলাদা মহকুমা হবে বলে কথা দেন। কিন্তু প্রচারে গিয়ে এমন প্রতিশ্রুতি কীভাবে দেওয়া যায়? এই প্রশ্ন তুলেই রবিবার বিজেপি নেতা শিশির বাজোরিয়া রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন। কমিশনের কাছে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আরজিও জানিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।