আল কায়দা জঙ্গি সন্দেহে মুম্বইতে ধৃত ডায়মন্ড হারবারের ২ যুবক। আইএমএফ-এর রিপোর্টে ব্রিটেনকে টপকে পঞ্চমে দেশের অর্থনীতি। ত্রিপুরা কোর্টে স্বস্তি কুণাল ঘোষের। চিটফান্ড মামলায় ৫ দিনের সিবিআই হেফাজতে রাজু সাহানি। মণিপুরে বড় ধাক্কা নীতিশের। টেনিসকে বিদায় সেরেনা উইলিয়ামসের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আল কায়দা জঙ্গি সন্দেহে মুম্বই পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার বাংলার দুই যুবক। সমীর হোসেন শেখ ও সাদ্দাম হোসেন খান নামে ওই দুই যুবক ডায়মন্ড হারবারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই দুজনকে ধরতে যৌথ অভিযান চালায় ডায়মন্ড হারবার পুলিশের একটি টিম, এসটিএফ ও মুম্বই এটিএস। তাদের বিরুদ্ধে একাধিক দেশবিরোধী কাজের অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, আল কায়দার শাখা সংগঠন কোয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত সমীর ও সাদ্দাম। ধৃত সমীর হোসেন শেখের বয়স ৩০ বছর। সে ডায়মন্ড হারবার থানার দেউলপোতা এলাকার বাসিন্দা। ডায়মন্ড হারবার থানার আবদালপুরের একটি মসজিদে ইমামতি করত। অভিযোগ, ইমামতির আড়ালেই জঙ্গিমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল সমীর। ধৃত সাদ্দাম পারুলিয়ার কোস্টাল থানা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জেহাদি কাজকর্মের অভিযোগ রয়েছে। তিন বিভাগের অফিসারদের তৎপরতায় শনিবার মুম্বইয়ের নির্মলনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সন্দেহজনক ফোন অ্যাপ পাওয়া গিয়েছে বলে খবর। ধৃত সমীর ও সাদ্দামকে জিজ্ঞাসাবাদ চলছে। এদিনই আদালতে পেশ করা হয় তাদের।
2. ফের ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করল ভারত। করোনা, নোটবাতিল, জিএসটির মতো নানাবিধ কারণে লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছিল ভারত। তবে সেই সব ধাক্কা কাটিয়ে চাঙ্গা হচ্ছে অর্থনীতি। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের শেষ ত্রৈমাসিকের হিসাবে ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এসেছে ভারত। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের এক রিপোর্টও বলছে, মার্চ ত্রৈমাসিকে ভারতের অর্থনীতিতে লেনদেনের পরিমাণ ছিল ৮৫৪.৭ বিলিয়ন ডলার। সেখানে ব্রিটেনের অর্থনীতি দাঁড়িয়ে ছিল ৮১৬ বিলিয়ন ডলারে। সার্বিকভাবে ভারতের অর্থনীতির মোট মূল্য প্রায় সাড়ে তিন ট্রিলিয়নে পৌঁছে গিয়েছে। সেখানে ব্রিটেনের অর্থনীতির মূল্য ৩.২০ ট্রিলিয়ন। ব্রিটেনকে টপকে যাওয়ায় ভারত এখন পঞ্চম স্থানে। উপরে রয়েছে শুধু আমেরিকা, জার্মানি, চিন এবং জাপান। এর আগে ২০১৯ সালে ব্রিটেনকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছিল ভারত। ২০২০ সালে ফের ষষ্ঠ স্থানে নেমে যায় দেশ। তবে অর্থনীতি আকারে বাড়লেও মাথাপিছু আয়ে উন্নত দেশগুলির তুলনায় এখনও বহু পিছিয়ে ভারত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।