রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মুখ খুললেন মমতা। রাজভবনে এসেও কেন চুপ মোদি? সন্দেশখালি কাণ্ড টেনে কটাক্ষ নেত্রীর। শ্লীলতাহানি ইস্যুতে বিস্ফোরক রাজ্যপাল। বোসের বিরুদ্ধে তদন্তে গড়া হল SET। মুর্শিদাবাদ যাওয়ার পথে দেবের কপ্টারে আগুন। জরুরি অবতরণের দরুন রেহাই তারকা প্রচারকের। ‘যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তা দেবে বিজেপি।’ বাংলায় এসে ঘোষণা মোদির। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 2 মে 2024: বিশেষ বিশেষ খবর- রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, থানায় রাজভবনের মহিলা কর্মী
আরও শুনুন: 1 মে 2024: বিশেষ বিশেষ খবর- তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে বিদায় কুণাল ঘোষের
বিস্তারিত খবর:
1. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়নার নির্বাচনী সভা থেকে সি ভি আনন্দ বোসকে একহাত নিলেন তিনি। এদিকে শ্লীলতাহানির অভিযোগ আবহেই রাজভবনে এসে রাত্রিবাস করেছেন মোদি। কিন্তু এ প্রসঙ্গে কেন তিনি নীরব, সে প্রশ্নও ছুড়ে দিলেন মমতা।
রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে ওঠা বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। ঘটনার কড়া সমালোচনায় সরব তৃণমূল। এই পরিস্থিতিতে সন্দেশখালি ইস্যু টেনে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। তাঁর তোপ, “আমি তেমন কোনও ঘটনা সন্দেশখালিতে ঘটাতে দিইনি। জমিজমা নিয়ে সমস্যা ছিল। অফিসার পাঠিয়ে সমাধান করে দিয়েছি। আর আপনি কী করছেন? একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত। তাঁর সঙ্গে কী ব্যবহার করেছেন রাজ্যপাল?” মোদির উদ্দেশে মমতার কটাক্ষ, “আপনি মা-বোনেদের নিয়ে কথা বলছেন? লজ্জা নেই?” এদিকে এই ঘটনা নিয়ে আগেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর রাজভবন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপর রাজ্যপালের আইনি পদক্ষেপের হুঁশিয়ারির পালটা দিলেন চন্দ্রিমাও।
2. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। এরই মাঝে বিস্ফোরক সি ভি আনন্দ বোস। শ্লীলতাহানির অভিযোগকারিণীকে ইঙ্গিতে রাজনৈতিক দলের চর হিসেবে দাবি করে তিনি বলেন, রাজনৈতিক দলের আরও এক চর রয়েছে রাজভবনে। এমনিতেই শ্লীলতাহানির অভিযোগকে ভিত্তিহীন ও নির্বাচনী ফায়দা তোলার চক্রান্ত বলে দাবি করেছেন রাজ্যপাল। এরপর তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল রাজ্য রাজনীতিতে। এদিকে শ্লীলতাহানি বিতর্কের মাঝেই শুক্রবার কেরল উড়ে গেলেন রাজ্যপাল। বিতর্ক ধামাচাপা দিতেই আচমকা এই সিদ্ধান্ত বলে উসকে উঠেছে জল্পনা। তবে এই সফর পূর্বনির্ধারিত বলেই দাবি রাজভবনের।
অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্তে তৎপর কলকাতা পুলিশ। ৮ সদস্যকে নিয়ে গড়া হল স্পেশাল এনকোয়ারি টিম বা সেট। শুক্রবার রাজভবনে গিয়ে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ চালালেন আধিকারিকেরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।