চলবে না বিভাজনের রাজনীতি। ইদের নমাজ পাঠের মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা। দিলেন একসঙ্গে থাকার বার্তাও। ইদের সকালে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ফোন মুখ্যমন্ত্রীর। প্রতিশ্রুতি দিলেন নিয়োগের। রিজওয়ানুরের বাড়িতেও গেলেন মুখ্যমন্ত্রী। ‘সারা বিশ্বেই আক্রান্ত হচ্ছেন মুসলিমরা’। ইদ উদযাপনের মধ্যে মন্তব্য বাইডেনের। টানলেন উইঘুর ও রোহিঙ্গা মুসলমানদের প্রসঙ্গও।
হেডলাইন:
আরও শুনুন: 1 মে 2022: বিশেষ বিশেষ খবর- উন্নাওয়ে নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ, যোগী আদিত্যনাথকে তোপ তৃণমূলের
বিস্তারিত খবর:
1. দেশে চলছে বিভাজনের রাজনীতি। বাড়ছে হিংসা। কিন্তু এসব মুখ বুজে সহ্য করবে না তৃণমূল সরকার। সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গেই থাকবেন। ইদের দিন সকালে রেড রোড থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বৃষ্টির মধ্যেও শয়ে শয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ শামিল হয়েছিলেন রেড রোডে ইদের নমাজে। সেখানেই হাজির হয়ে সকলকে ইদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, মিথ্যে ‘আচ্ছে দিন’ নয়, সকলের জন্য সত্যিকারের আচ্ছে দিন আসবে তৃণমূল সরকারের হাত ধরেই। এতদিন যেভাবে প্রশাসন সকলের পাশে দাঁড়িয়েছে, আগামী দিনেও সেভাবেই সঙ্গে থাকবে বলেও আশ্বাস দিলেন মমতা।
এদিনের মঞ্চ থেকেও বারবার কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে নিশানা করে তিনি সাফ বলেন, “দেশকে যারা টুকরো করতে চায়, হিংসা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করব। তার জন্য আপনাদের প্রার্থনা কাম্য।”
নমাজ পাঠের মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম-সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। রাজ্যবাসীকে টুইট করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
2. ইদের সকালে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন নিয়োগের। এবার সমস্যার দ্রুত সমাধান হবে বলেই আশা করছেন আন্দোলনকারীরা।
২০১৬ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাঁরা। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও নিয়োগ হয়নি ২৫০০ হাজার প্রার্থীর। এই অভিযোগ তুলে নিয়োগের দাবিতে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনে শামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা। ইদের সকালেও জারি ছিল অবস্থান বিক্ষোভ। মঙ্গলবার সকালে ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার ফোন থেকে তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে এক আন্দোলনকারী বলেন, “মুখ্যমন্ত্রী সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখবেন বলেছেন। উনি বিষয়টা মাথায় রাখছেন, শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবেন।” মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণীতে স্বস্তিতে চাকরিপ্রার্থীরা। তবে নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রয়াত রিজওয়ানুর রহমানের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল্যদান করেন রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে। রিজওয়ানুরের মা, দাদা তথা চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।