এবার কোপ পড়ল মধ্যবিত্তের সঞ্চয়েও। ইপিএফ-এ সুদ কমানোর প্রস্তাবে সায় কেন্দ্রের। ৪৪ বছরে সর্বনিম্ন হল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। প্রকাশিত চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থীদের টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। উচ্চমাধ্যমিকেরও ফলপ্রকাশের দিন ঘোষণা সংসদের। কেকে’র প্রতি বিদ্বেষ নেই। সাংবাদিক বৈঠকে ভুল স্বীকার রূপঙ্করের। প্রয়াত গায়কের পরিবারের কাছে চাইলেন ক্ষমাও। মুছলেন বিতর্কিত ভিডিও।
হেডলাইন:
আরও শুনুন: 2 জুন 2022: বিশেষ বিশেষ খবর- মুখ পুড়ল ইডির, অভিষেকের বিদেশযাত্রায় ছাড়পত্র কলকাতা হাই কোর্টের
আরও শুনুন: 1 জুন 2022: বিশেষ বিশেষ খবর- কেকে-কে গান স্যালুট, ময়নাতদন্তে মেলেনি অস্বাভাবিক মৃত্যুর প্রমাণ
বিস্তারিত খবর:
1. সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের প্রস্তাবে সায় কেন্দ্রের। রেকর্ড হারে কমে গেল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। এতদিন EPF-এ গচ্ছিত টাকায় সুদ মিলত ৮.৫ শতাংশ। এবার সেই সুদের হার কমে দাঁড়াল মাত্র ৮.১ শতাংশ। যা কিনা গত চার দশকে সর্বনিম্ন।
২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিম্নমুখী হয়েছে ইপিএফও-র সুদের হার। করোনা পরিস্থিতিতেও সুদের হার কমিয়ে সাড়ে ৮ শতাংশ করা হয়েছিল। আর এবার আরও কমল সুদের হার। গত মার্চ মাসেই সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে প্রস্তাব করা হয়েছিল, ২০২১-২২ অর্থবর্ষের জন্য ইপিএফে সুদের হার ৮.১ শতাংশ করা হোক। শুক্রবার সেই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে অর্থমন্ত্রক। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে দেশের প্রায় ৬ কোটি চাকুরিজীবী অর্থ গচ্ছিত রাখেন। সুদের হার কমায় এবার টান পড়বে তাঁদের সঞ্চয়েও।
2. প্রকাশিত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। শুক্রবার সকাল ন’টায় সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রথম ১০টি স্থানে রয়েছেন ১১৪ জন পরীক্ষার্থী। জোড়া টুইটে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সর্বোপরি পরীক্ষার আয়োজকদেরও শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। মোট পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবছর মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ। পরীক্ষায় যুগ্মভাবে প্রথম বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই ও পূ্র্ব বর্ধমানের রৌণক মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। পর্ষদ সভাপতি জানিয়েছেন, চলতি বছরে পাশের নিরিখে এবছর প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় পশ্চিম মেদিনীপুর। সাফল্যের হারের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। এদিকে মাধ্যমিক পরীক্ষার খাতায় কুকথা লেখার জেরে এবার ১১ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করে দিল পর্ষদ। সূত্রের খবর, নজিরবিহীনভাবে তাদের অভিভাবকদের ডেকে উত্তরপত্রগুলি দেখিয়ে কড়া বার্তা দিয়েছেন পর্ষদের আধিকারিকরা। এদিকে এদিনই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ১০ জুন ফলপ্রকাশ হবে বলে জানিয়েছে সংসদ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।