মমতার মন্ত্রিসভায় বড়সড় রদবদল। পাঁচ পূর্ণমন্ত্রী-সহ জায়গা পেলেন মোট ৯ জন। একাধিক দপ্তর পেলেন বাবুল সুপ্রিয়। কাটছাঁট ফিরহাদের দায়িত্বে। শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার বাড়ি ‘অপা’-তে তল্লাশি ইডি-র। খতিয়ে দেখা হল নথি। দুই ধৃতকে ফের দুদিন ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। কমনওয়েলথ গেমসে অব্যাহত ভারতের জয়যাত্রা। ভারোত্তোলনে নবম পদক এল লভপ্রীতের হাতে। রুপোজয়ী মিক্সড ব্যাডমিন্টন টিমকে শুভেচ্ছা মোদির।
হেডলাইন:
আরও শুনুন: 1 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- রাজ্যের মানচিত্রে জুড়ছে আরও ৭ জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল। সোমবারই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো বুধবার ঘোষণা করা হল নতুন মন্ত্রীদের নাম। পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া পাঁচজন হলেন, প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, বাবুল সুপ্রিয় এবং স্নেহাশিস চক্রবর্তী। প্রতিমন্ত্রী তথা রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন সত্যজিৎ বর্মণ এবং তাজমুল হোসেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় জায়গা করে নিলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুরী। রাজভবনে আট মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। আমন্ত্রিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু-ও।
শপথগ্রহণের পরই শুরু হয় দপ্তর বণ্টনের প্রক্রিয়া। একাধিক দপ্তরের মন্ত্রীর রদবদলের পাশাপাশি দায়িত্ব কাটছাঁট হল ফিরহাদ হাকিমেরও। তথ্য প্রযুক্তি ও পর্যটন দপ্তরের দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়। সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে প্রদীপ মজুমদার, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এবং পরিবহণ দপ্তরের দায়িত্ব পেলেন স্নেহাশিস চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে বীরবাহা হাঁসদা বন ও স্বনির্ভর দপ্তরের এবং বিপ্লব রায়চৌধুরী মৎস্য দপ্তরের দায়িত্ব পেলেন। এদিকে ক্ষুদ্র, কুটির ও বস্ত্রশিল্প দপ্তরের প্রতিমন্ত্রী হলেন তাজমুল হোসেন। শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হলেন সত্যজিৎ বর্মন।
2. এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আরও দুদিন ইডি হেফাজতের নির্দেশ। শুক্রবার অর্থাৎ ৫ অগস্ট পর্যন্ত হেফাজতে রেখেই তাঁদের জেরা করতে পারবে কেন্দ্রীয় সংস্থা। বুধবার নির্দেশ দিল ব্যাংকশাল কোর্ট।
বুধবারই ইডি-হেফাজতের মেয়াদ ফুরিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। নিয়মাফিক তাঁদের ব্যাঙ্কশাল আদালতে এদিন পেশ করা হয়। সেই সঙ্গে এদিনই শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার যৌথ সম্পত্তি ‘অপা’য় তল্লাশি চালাল ইডি। শান্তিনিকেতনের ওই বাড়িতে কাদের যাতায়াত ছিল, তা জানতে কেয়ারটেকারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বেশ কিছু নথিও খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি সন্দেহ হওয়ায় একটি জায়গায় খোঁড়াখুঁড়িও চালানো হয়। ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, তদন্তে পার্থ চট্টোপাধ্যায় তেমন সাহায্য করছেন না। সংবাদমাধ্যমের সামনে তিনি জানিয়েছিলেন যে টাকা তাঁর নয়, কিন্তু ইডি-র আধিকারিকদের এ বিষয়ে আর কিছুই বলেননি। এই কৌশলে বিরক্তই ছিলেন তদন্তকারীরা। এদিকে জানা গিয়েছে, অর্পিতার নামে এলআইসির ৩১টি পলিসি রয়েছে। সেইসব পলিসিতে নমিনি হিসেবে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। তাই তদন্তের স্বার্থেই দুই ধৃতকে পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।