গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বীরভূমে কোর কমিটির মিটিংয়ে কড়া বার্তা অভিষেকের। বিজেপিতে যাননি বলেই জেলে অনুব্রত, কেষ্ট-গড়ে দাঁড়িয়েই তোপ বিজেপিকে। বিজেপিতে না গেলেই তিহাড়। গেরুয়া শিবিরকে আক্রমণ মহুয়া মৈত্রর। ‘গ্রেপ্তার করলে আমি মনোনয়ন দেব’, তৃণমূল প্রার্থীকে আশ্বাস মায়ের। ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা মিলল অভিজিৎ-অর্জুনের। দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তেই আস্থা ডিভিশন বেঞ্চের, নির্দেশ দ্রুত নথি হস্তান্তরের। বহাল ক্ষতিপূরণের রায়ও।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. দলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব রেয়াত করা হবে না। লোকসভা নির্বাচনের আগে বীরভূমের কোর কমিটির বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভোটের ফলের উপর দলীয় পদের ‘প্রোমোশন-ডিমোশন’ নির্ভর করছে বলে জানিয়ে দিলেন তিনি।
এবার লোকসভা নির্বাচন অনুব্রতহীন। ফলে এবার ভোটে বীরভূমের দিকে বাড়তি নজর শীর্ষ নেতৃত্বের। বুধবার বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নেতারা ছাড়া জেলার দুই লোকসভা কেন্দ্রের ১৯২ কর্মী উপস্থিত ছিলেন সেখানে। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রতর পাশে থাকার কথা বুঝিয়ে দিলেন অভিষেক। লোকসভার আগে অনুব্রত-গড়ে দাঁড়িয়েই কেন্দ্রকে তোপ দেগে অভিষেকের অভিযোগ, বিজেপিতে যোগ দেননি বলেই জেল খাটতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত স্পষ্ট করে দিলেন, কেষ্টর পাশেই রয়েছে দল।
2. বিজেপিতে যোগ না দিলে বিরোধী নেতানেত্রীদের ঠিকানা হবে তিহাড় জেল। এক্স হ্যান্ডলে গেরুয়া শিবিরকে খোলা আক্রমণ করলেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। বিদেশি মুদ্রা আইন বা FEMA-র অধীনে ইডি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতেই সরব নেত্রী। নিজের পোস্টের সঙ্গে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনও জুড়ে দিয়েছেন মহুয়া। যেখানে দাবি করা হয়েছে, দুর্নীতির অভিযোগে বিদ্ধ ২৫ জন বিরোধী নেতা বিজেপিতে যোগ দেওয়ার পরে তাঁদের মধ্যে ২৩ জনকেই অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে ইডি-সিবিআইয়ের সাঁড়াশি চাপে মহুয়াকে যতই বিপাকে ফেলার চেষ্টা হোক, এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন মা মঞ্জু মৈত্র। যেখানে তৃণমূলের একাংশের আশঙ্কা, লোকসভা ভোটের আগে গ্রেপ্তারও করা হতে পারে নেত্রীকে, সেখানে মহুয়ার মায়ের আশ্বাস, “ওরা যদি তোমাকে গ্রেপ্তার করে, আমি তোমার হয়ে মনোনয়ন জমা দেব।” এমনকি তাঁর নামে পাওয়ার অফ অ্যাটর্নি প্রস্তুত রাখার কথাও মেয়েকে বলেছেন তিনি। মাকে ‘বাঘিনি’ সম্বোধন করে সেই বার্তা প্রকাশ করেই বিজেপিকে বিঁধলেন তৃণমূল প্রার্থী মহুয়া।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।