বন্যা দুর্গতদের ভুলে উৎসব নয়। উত্তরকন্যার বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের বার্তা মুখ্যমন্ত্রীর। ত্রাণের কাজে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ। আর জি কর মামলায় সুপ্রিম শুনানি সোমবার। নির্দেশ পছন্দ না হলে ফের কর্মবিরতির হুঁশিয়ারি ডাক্তারদের। তৃণমূল বিধায়ক হুমায়ুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিঠি IMA’র। সিপিএমের রাশ প্রকাশ কারাটের হাতে। ছেলেকে উপমুখ্যমন্ত্রী করলেন স্ট্যালিন।
হেডলাইন:
আরও শুনুন: 28 সেপ্টেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- মহালয়ার আগেই শুরু শ্রীভূমির পুজো, উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাতে
বিস্তারিত খবর:
1. বন্যা দুর্গতদের ভুলে উৎসব নয়। উত্তরকন্যার বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই দুর্গতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মমতা। রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে একটি পরিবারকে সেই অর্থ তুলে দিলেন তিনি নিজেই। এদিনের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের সর্বস্তরের আধিকারিককে সতর্ক করে দেন, উৎসবের আবহে কিন্তু বন্যা দুর্গতদের ভুললে চলবে না। ত্রাণের কাজে অগ্রাধিকারের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন শস্যবিমার জন্য আবেদনের মেয়াদও বাড়িয়ে দেন মমতা। জানা গিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। পাশাপাশি জলবাহিত রোগ নিয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। এই সময় সাপের উপদ্রব বৃদ্ধি পায়। তা উল্লেখ করে তাঁর নির্দেশ, সাপের কামড়ে মৃত্যু রুখতে প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখতে হবে। একইসঙ্গে আরও একবার বন্যার জন্য ডিভিসি-কে দায়ী করেন মুখ্যমন্ত্রী।
2. আর জি কর মামলায় সুপ্রিম শুনানি সোমবার। জানা গিয়েছে, শুনানি হবে মধ্যাহ্নভোজের পর। অংশ নেবেন ৪২টি পক্ষের ২০০-র বেশি আইনজীবী। এদিকে, ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার আর জি কর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ সদার্থক না হলে ফের কাজ বন্ধ করবেন বলে সাফ জানিয়েছেন তাঁরা। কাজেই এদিন সুপ্রিম কোর্টে রাজ্য কী জানাচ্ছে, তাঁর উপর নির্ভর করছে চিকিৎসকরা ফের কর্মবিরতিতে যাবেন কিনা। ডাক্তারদের হুঁশিয়ারি, সুপ্রিম শুনানিতে রাজ্য সরকার চিকিৎসকদের দাবিদাওয়া পূরণে সদিচ্ছা না দেখালে ফের পূর্ণ কর্মবিরতিতে যেতে পারেন তাঁরা। তবে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ‘হুমকি’ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, ‘কর্মবিরতির হুমকি। থ্রেট কালচার নয়?’ এই ‘অস্থিরতা’র নেপথ্যে কাদের মদত রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল। আপাতত সকলের নজর এই মামলার পরবর্তী সুপ্রিম শুনানির দিকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।