বিজেপির প্রতিহিংসার কাছে মাথা নোয়াবেন না, হুংকার অভিষেকের। যোগ দেবেন দিল্লির অভিযানেই। তলব এড়িয়ে ইডিকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার। বকেয়া আদায়ে দিল্লি অভিযানে ফের ধাক্কা তৃণমূলের। রাজধানীতে যাওয়ার জন্য ট্রেনের আবেদন খারিজ রেল দপ্তরের। শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়। ইডির তদন্তকারী আধিকারিককে সরাল হাই কোর্ট। ইন্ডিয়া জোটে ফের ফাটলের আশঙ্কা। টানা তিনবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং।
হেডলাইন:
আরও শুনুন: 28 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ‘দিল্লি চলো’র দিনেই অভিষেককে তলব ইডির, কেন্দ্রকে তোপ তৃণমূলের
বিস্তারিত খবর:
1. বিজেপির প্রতিহিংসার কাছে মাথা নোয়াবেন না। বরং বাংলার ‘বঞ্চিত’ শ্রমিকদের স্বার্থে যোগ দেবেন দিল্লির প্রতিবাদ কর্মসূচিতেই। ইডিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ৩ অক্টোবর কলকাতার ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিষেককে। এদিকে ওই দিনই ১০০ দিনের বকেয়া টাকা প্রাপ্তির জন্য দিল্লিতে কৃষিভবন অভিযান করার কথা তৃণমূলের। ইডি অভিষেককে তলব করায় ওই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল। তবে শুক্রবার অভিষেক স্পষ্ট করে দিলেন, ইডির তলবে সাড়া নয়। তিনি পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতেই যোগ দেবেন। বারবার দলীয় কর্মসূচির দিন তলব করে অভিষেককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এই দাবিতে সরব তৃণমূলও। রাজনৈতিক মহলের ধারণা, এর পালটা হিসাবে এবার আইনি পদক্ষেপ করার পথে হাঁটতে পারে শাসক দল।
2. বকেয়া আদায়ের উদ্দেশ্যে দিল্লি অভিযানের আগে ফের ধাক্কা তৃণমূলের। শনিবার দলের কর্মীদের দিল্লি যাওয়ার জন্য বিশেষ ট্রেনের আবেদন করেছিল তৃণমূল। কিন্তু শুক্রবার আবেদন খারিজ করে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কোচের অভাবে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা যাচ্ছে না।
বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কলকাতায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে রয়েছেন তাঁরা। শনিবার সকাল ৮ টায় বিশেষ ট্রেনে তাঁদের দিল্লি রওনা হওয়ার কথা ছিল। যদিও এ বিষয়ে পূর্ব রেলের দাবি, তাদের কাছে দলের তরফে কোনও আবেদন করা হয়নি। আইআরসিটিসি গ্রুপ জেনারেল ম্যানেজারের কাছে আবেদন জানিয়ে ছিল তৃণমূল। তবে তৃণমূলের আবেদনে ট্রেন না দেওয়াকে রাজনৈতিক সংঘাত বলে মনে করছেন রেল আধিকারিকদেরই একাংশ। তাঁদের মতে, দৈনিক যেসব ট্রেন চলে, তাতে বাড়তি রেক থাকে। পাশাপাশি, আইসিএফ কোচ বাতিল হয়ে বিভিন্ন হাই স্পিড ট্রেন চলছে। এই আইসিএফ কোচ রয়েছে রেলের বিভিন্ন ওয়ার্কশপে, যা জোড়া লাগিয়ে ট্রেন বানানো অসম্ভব নয়। এই ইস্যুতে X হ্যান্ডলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। “আমাদের আটকাতে আরও একটি পদক্ষেপ”, দাবি করে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল নেতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।