বিচ্ছিন্নতা নয়, ভাগাভাগি নয়। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় স্লোগান বাঁধলেন মুখ্যমন্ত্রী। ৩ পড়ুয়ার মৃত্যুতে ‘বুলডোজার অ্যাকশন’ দিল্লিতে। গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ।আবগারি কাণ্ডে কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের। ৬৫% সংরক্ষণ বাতিলের নির্দেশই বহাল রইল বিহারে। ‘কাজ বন্ধ করেননি কলাকুশলীরা’। টলিউড পরিচালকদেরই দোষারোপ ফেডারেশনের। অলিম্পিকে তিরন্দাজি থেকে বিদায় ভারতের পুরুষ দলের। এয়ার রাইফেল ফাইনালে আশা জাগিয়েও থামলেন অর্জুন।
হেডলাইন:
আরও শুনুন: 27 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- বাংলার বঞ্চনার কথা বলতে বাধা, প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক ছাড়লেন মমতা
বিস্তারিত খবর:
1. বিচ্ছিন্নতা নয়, ভাগাভাগি নয়। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে ভোটাভুটির চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান বাঁধলেন, ‘আমরা সবাই একসঙ্গে থাকতে চাই’।
নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগ ঘিরে সোমবার আলোচনা বসে বিধানসভায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। এ বিষয়ে বলতে গিয়েই একদিকে উত্তরবঙ্গের নদীগুলির কারণে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ‘উদাসীনতা’র অভিযোগ, অন্যদিকে মাঝেমধ্যে উত্তরবঙ্গ ভাগের দাবি উসকে ওঠার বিষয়টি মনে করিয়ে দেন তিনি। এ প্রসঙ্গে তিস্তা চুক্তি নিয়েও ফের তোপ মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, ”কাজ আমরা করি। আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে!” এদিন বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীর ‘সংখ্যালঘু’ মন্তব্যেরও পালটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. কোচিং সেন্টারে দুর্ঘটনায় ৩ UPSC পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। মর্মান্তিক সেই ঘটনার পর দিল্লি জুড়ে অবৈধ কোচিং সেন্টার বন্ধ করার পাশাপাশি এবার বুলডোজার অ্যাকশনে নামল দিল্লি পুরসভা। সোমবার দিল্লির ওল্ড রাজিন্দর নগরে রাস্তার পাশে গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। বেআইনিভাবে বেসমেন্ট ব্যবহারের অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হয়েছে ১৩টি বেসমেন্ট। কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরের পাশাপাশি মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ইস্যুতে উত্তপ্ত সংসদও। ঘটনার তীব্র নিন্দা করে কোচিং সেন্টারগুলির বিরুদ্ধে রাজ্যসভায় সরব চেয়ারম্যান জগদীপ ধনকড়। সমালোচনায় মুখর কংগ্রেসের শশী থারুর থেকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। একই দিনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় বিচার চাইলেন অবিনাশ দুবে নামে রাজধানীর এক পড়ুয়া। খারাপ নিকাশি ব্যবস্থার কারণে দিল্লির একাধিক এলাকায় প্রতি বছর বন্যা পরিস্থিতি তৈরি হয়, অভিযোগ ওই ছাত্রের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।