১ ফেব্রুয়ারির মধ্যে মেটাতে হবে রাজ্যের বকেয়া। অন্যথায় ধর্নায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী। ডেডলাইন বেঁধে দিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার। সুপ্রিম নির্দেশে স্বস্তি প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। প্যানেল প্রকাশ সংক্রান্ত স্থগিতাদেশ তুলে নিল শীর্ষ আদালত। লোকসভার মুখে সিএএ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। বিএসএফ-এর পরিচয়পত্র নিলেই এনআরসি হবে, কোচবিহার থেকে বিস্ফোরক মমতা। গুরুতর অসুস্থ কবীর সুমন। শ্বাসকষ্ট নিয়ে মেডিক্যাল কলেজের আইসিইউ-তে ভর্তি শিল্পী।
হেডলাইন:
আরও শুনুন: 28 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- জোট বদলে ফের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কটাক্ষ কংগ্রেসের
বিস্তারিত খবর:
1. কেন্দ্র বকেয়া না মেটালে ধরনায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী। ডেডলাইন বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের বকেয়া মেটাতে হবে, সাফ জানালেন তিনি। সোমবার উত্তরকন্যার পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মমতা বলেন, “১০০ দিনের কাজের টাকা না দিলে ২ তারিখ থেকে আমি নিজে ধরনায় বসব। মানুষ ঘর পাবে না, কাজের পারিশ্রমিক পাবে না, আর তোমরা অট্টালিকায় থাকবে, আমি বরদাস্ত করব না।” সাধারণতন্ত্র দিবসে রাজভবনের চা-চক্রেও মমতা বলেছিলেন, ‘‘কেন্দ্র বঞ্চনা করছে। আমরা আর সাতদিন দেখব। সাতদিন পর থেকে লাগাতার তীব্র আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।’’ এবার ধরনায় বসার দিনক্ষণ বলে দিলেন মমতা। ফেব্রুয়ারির শুরু থেকেই বকেয়া আদায়ের দাবিতে আবার বড়সড় কর্মসূচি নিতে চলেছে দল, এদিন স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. সুপ্রিম নির্দেশে অবশেষে স্বস্তি পেলেন প্রাথমিকের ১১ হাজার ৭৬৫ জন চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ তুলে নিল শীর্ষ আদালত। ফলে নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।
নিয়োগের ক্ষেত্রে ডিএলএড প্রশিক্ষণে পাশ করা বাধ্যতামূলক, এই নির্দেশ ঘিরেই নিয়োগে জট তৈরি হয়েছিল। কলকাতা হাই কোর্ট হয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল, নিয়োগের জন্য প্রস্তুত তারা। তবে এই সংক্রান্ত মামলা শীর্ষ আদালতে বিচারাধীন থাকায় জটিলতা তৈরি হয়েছিল। তবে এদিন শীর্ষ আদালত জানায়, যাঁরা ২০১৪ এবং ২০১৭ সালে প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করেছিলেন, এমন ৯৫৩৩ জনের নামের প্যানেল প্রকাশ করে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি ২০২২ সালের অপেক্ষারত চাকরিপ্রার্থীদেরও নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশে স্বস্তি চাকরিপ্রার্থীদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।