বাংলায় হাতেখড়ির পর বাংলা চেনার উদ্যোগ রাজ্যপালের। দক্ষিণেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে সূচনা ‘একতা যাত্রা’-র। অমর্ত্য সেনকে বেনজির কটাক্ষ দিলীপ ঘোষের। নিয়ম ভেঙে রিভিউ বৈঠকের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। মুখ্যসচিবকে নিশানা করে জনস্বার্থ মামলার হুঁশিয়ারি শুভেন্দুর। কুন্তলকে নিরাপত্তা দেওয়ার ‘অভিসন্ধি’ নেই। দলের অবস্থান জানালেন সায়নী। ‘দিদির সুরক্ষা কবচ’-এর থিম সং প্রকাশ তৃণমূলের। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের কনভয়ে হামলা।
হেডলাইন:
আরও শুনুন: 28 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- ‘এনামুলের টাকায় দেবের ছবি’, হিরণের অভিযোগের জবাব অভিষেকের
আরও শুনুন: 27 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- ভাঙনের মুখে জিটিএ, সই প্রত্যাহার গোর্খা জনমুক্তি মোর্চার
বিস্তারিত খবর:
1. বাংলা ভাষায় হাতেখড়ির পর বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি চেনার উদ্যোগ নিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রবিবার সস্ত্রীক দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে সেই উদ্যোগের সূচনা করলেন তিনি। এদিন সাংবাদিকদের সামনে এই উদ্যোগকে ‘একতা যাত্রা’ হিসাবে ঘোষণা করেন তিনি। প্রতিদিনই হাজার হাজার ভক্ত সমাগমের জন্য আঁটসাঁট নিরাপত্তার চাদরে মোড়া থাকে এই মন্দির। তবে রবিবার সস্ত্রীক রাজ্যপাল আসায় সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল। এদিন পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, “বাংলার অন্যতম তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর এবং ঠাকুর রামকৃষ্ণের স্মৃতিবিজড়িত তাই এই মন্দিরে মায়ের কাছে পুজো দিতে এসেছি।” সেখানে দাঁড়িয়ে বাংলার সংস্কৃতির ভূয়সী প্রশংসাও করেন তিনি। একইসঙ্গে বাংলাকে ‘সেকেন্ড হোম’ বলেও উল্লেখ করেন রাজ্যপাল। এদিন ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে রাজ্যপাল অভিভূত হয়েছেন বলেই জানিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সদস্য কুশল চৌধুরী। যদিও সরস্বতী পুজোর রাতে দিল্লি সফরের প্রসঙ্গে কোনও জবাব দিতে চাননি রাজ্যপাল। বাংলা ভাষার পাশাপাশি বাংলার সংস্কৃতিকেও যে তিনি ভাল ভাবে নিতে চান, তাঁর এই উদ্যোগেই তা স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
2. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল বিতর্কে মন্তব্য রাখতে গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে ‘জমি চোর’ বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এ বিষয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কটাক্ষ, “দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে, মোদি হটাও দেশ বাঁচাও যাঁরা বলেছিলেন, তাঁরাই এখন সরে গিয়েছেন। এখন অমর্ত্য সেনের সার্টিফিকেট নিতে হচ্ছে। যে লোকটাকে কেউ মানেই না।” এখানেই থামেননি তিনি। দিলীপ ঘোষের সরাসরি দাবি, অর্মত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন। প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিশানায় রয়েছেন অর্মত্য সেন। আর এই ইস্যুতে আড়াআড়ি বিভক্ত হয়েছে বাংলার রাজনৈতিক মহল। একদিকে নোবেলজয়ীর অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছে শাসকদল তৃণমূল। অন্যদিকে বিশ্বভারতীয় উপাচার্যকে একপ্রকার সমর্থন করছে বিজেপি। এদিন এই ইস্যুতেই বর্ষীয়ান অর্থনীতিবিদ ও রাজ্যের শাসকদলকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। তাঁর মতে, “চোরে চোরে মাসতুতো ভাই। সব জমি চোররা এক হয়ে গিয়েছে। নিজে জমি দখল করে রয়েছেন, আর চোখ রাঙাচ্ছেন বিশ্বভারতীর উপাচার্যকে?” যদিও দিলীপকে পালটা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, রোজ সকালে বিতর্কিত মন্তব্য করে রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করেন দিলীপ ঘোষ। এদিনও তাই করেছেন তিনি। অর্মত্য সেনকে যারা মুছে ফেলার চেষ্টা করবেন তারা নিজেরাই ইতিহাস থেকে মুছে যাবে বলেই পালটা জবাব দিয়েছে শাসকদল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।