একধাক্কায় কমল গ্যাসের দাম, বাড়তি ভর্তুকী উজ্জ্বলা যোজনায়। কৃতিত্ব ‘ইণ্ডিয়া’ জোটের, দাবি মমতা-খাড়গের। নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর কলকাতা হাইকোর্ট। অভিষেকের বিরুদ্ধে তদন্ত কতদূর? ইডির কাছে রিপোর্ট তলব বিচারপতির। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও কড়া কলকাতা হাই কোর্ট। আদালতের নজরদারিতে চলবে মামলা। কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের। টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল।
হেডলাইন:
আরও শুনুন: 28 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- দত্তপুকুর বিস্ফোরণে কড়া পদক্ষেপ, আইসি-ওসিকে সাসপেন্ড মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 27 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- দত্তপুকুর বাজি বিস্ফোরণে মৃত অন্তত ৮, NIA তদন্তের দাবি বিজেপির
বিস্তারিত খবর:
1. ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। এবার একধাক্কায় অনেকটাই কমছে রান্নার গ্যাসের দাম। জানা গিয়েছে, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দেড়বছর পরে হাজারের নিচে নামল LPG সিলিন্ডারের দাম। লকডাউন শুরুর পর থেকেই লাগামছাড়া ভাবে বেড়েছে রান্নার গ্যাসের দাম। অন্যদিকে পাল্লা দিয়ে কমেছে ভরতুকির পরিমাণ। রান্নার গ্যাসের এই বিপুল মূল্যবৃদ্ধি আসন্ন নির্বাচনগুলিতে কেন্দ্রের মাথাব্যাথার কারণ হতে পারে বলেই মনে করছিল রাজনৈতিক মহল। সেই আশঙ্কার কোনও অবকাশ রাখল না মোদি সরকার। এই ঘোষণার ফলে সাধারণ গ্রাহকরা গ্যাস পাবেন হাজার টাকার কিছু কমে। পাশাপাশি উজ্জ্বলা যোজনার আওতায় আরও ২০০ টাকা ভরতুকি দেওয়া হবে। এক্ষেত্রে ভরতুকির পরিমাণ বেড়ে হচ্ছে ৪০০ টাকা। জানা গিয়েছে, এই যোজনার আওতায় থাকা গ্রাহকরা বছরে ১২টি সিলিন্ডার কেনা পর্যন্ত বাড়তি ২০০ টাকা করে ভরতুকির সুবিধা পাবেন। কেন্দ্র এই বাড়তি ভরতুকি দিলে এই বিপুল সংখ্যক গ্রাহক উপকৃত হবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের দাবি, ‘ইন্ডিয়া’র দমে কমল গ্যাসের দাম। তাঁর সাফ দাবি, “ইন্ডিয়া জোট এ পর্যন্ত মোটে দু’টি বৈঠক করেছে। তাতেই রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমে গেল।” একই সুর খাড়গের গলাতেও। তিনিও এই দাম কমার প্রসঙ্গে বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন। তিনিও টুইট করে বলছেন, ইন্ডিয়াকে দেখে মোদি যে ভয় পেয়েছেন, সেটা ভালই লাগল।
2. নিয়োগ দুর্নীতি মামলায় আরও তৎপর কলকাতা হাই কোর্ট। মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কতদূর, এবার ইডির কাছে সরাসরি সেই তথ্য জানতে চাইল আদালত। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গত ২৩ আগস্ট নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেখানে একটি সংস্থার নাম উল্লেখ ছিল, এবং সেই সংস্থার ‘সিইও’ হিসাবে উল্লেখ করা হয়েছে অভিষেকের নাম। কিন্তু এ প্রসঙ্গে জীজ্ঞাসাবাদের জন্য এখনও অভিষেককে তলব করেনি ইডি।
এদিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি সিনহা সেই ইস্যুতেই প্রশ্ন তোলেন। ইডির কাছে তিনি জানতে চান, কেন অভিষেককে তলব করা হচ্ছে না। জবাবে ইডির আইনজীবী জানান, “তদন্তের প্রয়োজনে অভিষেককে আবার তলব করা হবে।” তাতে আরও উষ্মাপ্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা। প্রশ্ন তোলেন তদন্তের মান নিয়েও। তবে বিচারপতি সিনহার এই পর্যবেক্ষণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কথায়, “কেউ আদালতে বসে এভাবে তদন্তকারীদের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায়, তাহলে ন্যায়বিচার, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায়।” সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় এইভাবে অভিষেকের নাম জড়ানো মোটেও ভালভাবে নিচ্ছে না শাসকদল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।