মহালয়ার আগেই পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। শুরুতেই শ্রীভূমি স্পোর্টিং। রোগীমৃত্যুর অভিযোগে হেনস্থা ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের। সাগর দত্ত মেডিক্যালে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা। প্রতিবাদের আঁচ এনআরএসেও।বানভাসি মালদহে ত্রাণ বিলি ফিরহাদের। ফোনে এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. মহালয়ার আগেই শুরু দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবারও পুজোর উদ্বোধনে থাকছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, মহালয়ার আগের দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করবেন তিনি। সব ঠিক থাকলে আগামী ১ অক্টোবর লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ খুলে যাবে তাঁর হাত ধরে। সম্ভবত তার পর থেকেই দর্শনার্থীদের প্রবেশাধিকার মিলবে।
আশ্বিনের শুরুতে খারাপ আবহাওয়ার জেরে উৎসবের মরশুমে কিছুটা ভাটা পড়েছিল। কেনাকাটা থেকে শুরু করে প্রতিমার সজ্জা, সব কাজই ব্যাহত হচ্ছিল। তবে সপ্তাহান্তে আবহাওয়ার একটু উন্নতি হতেই এল সুসংবাদ। মুখ্যমন্ত্রীর হাত ধরে এবছরও কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলির দুয়ার খুলে যাবে দর্শনার্থীদের জন্য। এবার মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে শুরু করছেন পুজোর উদ্বোধন। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এবার তাদের থিম অন্ধ্রের তিরুপতি মন্দির। যা প্রতিবছরের ন্যায় দর্শকদের নজর কাড়বে মনে করছেন কর্মকর্তারা।
2. সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। দাবি, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তাঁরা। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে শুক্রবার গোল বাঁধে সাগর দত্ত মেডিক্যালে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এমনকি পুলিশকেও হেনস্থা করার অভিযোগ ওঠে মৃত রোগীর পরিবারের বিরুদ্ধে। হেনস্তার শিকার হন জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র নার্সিং স্টাফও। এরপর থেকেই উত্তপ্ত ছিল হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে শনিবার স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া হাসপাতালে যান। সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিকর্তাও। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। চিকিৎসকদের দশ দফা দাবি মৌখিকভাবে মেনে নিলেও লিখিত আশ্বাস জোটেনি। তাই কর্মবিরতি চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করেন চিকিৎসকরা। সাফ জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি চলবে। এদিকে, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে কর্মবিরতির পথে হাঁটছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও। জানা যাচ্ছে, তাঁরাও কর্মবিরতির ডাক দিতে পারেন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।