টাকার বদলে প্রশ্ন বিতর্কে মহুয়াকে ফের তলব এথিক্স কমিটির। ২ নভেম্বর দিতে হবে হাজিরা। হীরানন্দানির থেকে কী উপহার পেয়েছেন, জানালেন নেত্রী। ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুজিত বসুর।খারিজ জামিনের আবেদন। আগামী ১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে বাকিবুর রহমান। স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতে গৃহীত হল না দণ্ড সংহিতার খসড়া। রাষ্ট্রসংঘের অধিবেশনে পেশ হল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। ভোটাভুটিতে অংশই নিল না ভারত। এশিয়ান প্যারা গেমসেও এবার নয়া ইতিহাস গড়ল ভারত।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. টাকার বদলে প্রশ্ন বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ফের তলব করল লোকসভার এথিক্স কমিটি। ব্যস্ততার কারণ দেখিয়ে ৩১ অক্টোবর হাজিরা দিতে পারবেন না, আগেই জানিয়েছিলেন নেত্রী। তাঁকে ৪ নভেম্বরের পরে তলব করার অনুরোধও জানিয়েছিলেন তিনি। তবে তার আগেই, আগামী ২ নভেম্বর মহুয়াকে ফের তলব করা হয়েছে। এসবের মধ্যেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফের বিস্ফোরণ ঘটালেন মহুয়া। তৃণমূল সাংসদ স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সংসদের ওয়েবসাইটের লগইন আইডি তিনি দিয়েছিলেন। তবে তাঁর দাবি, সংসদের রুল বুকে কোথাও লেখা নেই যে সংসদের লগইন আইডি অন্য কাউকে দেওয়া যাবে না। অন্য সব সাংসদদের লগ ইন আইডি-ই একাধিক ব্যক্তি ব্যবহার করেন। তবে তাঁর দাবি, হীরানন্দানি গ্রুপের থেকে কোনও আর্থিক সুবিধা তিনি পাননি। তবে কয়েকটি উপহার যে পেয়েছেন সেটাও মেনে নিয়েছেন। সেই উপহারের তালিকাও দিয়েছেন মহুয়া। তবে হীরানন্দানি গ্রুপ কোনও আর্থিক সুবিধা না দিলেও, তাঁর মুখ বন্ধ করার জন্য আদানি গ্রুপ তাঁকে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিল বলেই এদিন পালটা আদানিদের কাঠগড়ায় তুলেছেন মহুয়া মৈত্র।
2. জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুজিত বসুর। শনিবার ১০০ দিনের কাজের টাকা প্রাপ্তির দাবিতে পথসভায় যোগ দিয়ে তাঁর অভিযোগ, ”ইডি আমার আপ্ত সহায়ককে চাপ দিচ্ছে, আমার নাম বলার জন্য।”
১০০ দিনের কাজের মজুরি, আবাস যোজনা ঘরের পাওনা টাকা না দেওয়ার প্রতিবাদে এদিন কলকাতার এক পথসভায় ইডিকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দমকল মন্ত্রী সুজিত বোস। তাঁর আপ্ত সহায়ক নিতাই দত্তকে বারবার ডেকে তাঁর নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনিতেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপরেই এদিন সুজিত বসুর দাবি, “কোনও নেতা যদি দোষ করেন তাহলে নিশ্চয়ই তাঁদের গ্রেপ্তার করুক। কিন্তু অনেকের কোনও দোষ না থাকা সত্ত্বেও তাঁদের নানাভাবে হেনস্তা শুধু করছে না, তাঁদেরকে অসুস্থ করে দিচ্ছে এমন এমন জেরা তারা করছে। এই তো আমার আপ্ত সহায়কের সঙ্গে তেমন ব্যবহার করেছেন ইডি অফিসাররা।” ইডির উদ্দেশে ক্ষোভ উগরে দিয়ে সুজিত বসু এদিন সাফ জানিয়ে দিলেন, টাকার বিনিময়ে কাউকে চাকরি দেওয়ার মতো কাজ তিনি কখনোই করেননি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।