অবশেষে মুক্তি। সফল উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ। একে একে বেরিয়ে আসছেন শ্রমিকরা। বাংলার শ্রমিকদের জন্য রাজ্যের দল পাঠালেন মমতা। শাহি সভার আগেই শাসক-বিরোধী দ্বৈরথে উত্তাল বিধানসভা। শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু। বঞ্চনা ইস্যুতে বুধবার ‘কালা দিবসে’র ডাক তৃণমূলের। দুর্নীতি মামলায় ধৃত নেতাদের নিয়ে সংশয়। পার্থ-জ্যোতিপ্রিয়র উপর আস্থা প্রকাশ মুখ্যমন্ত্রীর। ‘গ্রেপ্তার হওয়া নেতাদের পাশে নেই দল’, উলটো সুর বাবুলের। এগোল কলকাতা বইমেলার দিনক্ষণ। ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা, থিম কান্ট্রি গ্রেট ব্রিটেন।
হেডলাইন:
আরও শুনুন: 26 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- শুরু IPL-এর তোড়জোড়, শাকিব-সহ ১২ জনকে ছাড়ল KKR
বিস্তারিত খবর:
1. উত্তরকাশীতে সংকট-মুক্তি। দীর্ঘ প্রতীক্ষার অবসানে সুড়ঙ্গে আটকে থাকার পর অবশেষে বাইরে বেরিয়ে আসছেন শ্রমিকরা। গত ১২ নভেম্বর সিল্কিয়ারা-বারকোটের নির্মীয়মান সুড়ঙ্গে ধস নামে। আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। যাঁদের মধ্যে রয়েছেন বাংলার তিন শ্রমিকও। উদ্ধার চলে যুদ্ধকালীন তৎপরতায়। তবে বারবার তা ব্যাহত হয়। যন্ত্র বিপর্যয়ের কারণে উদ্ধারকাজ পিছিয়েও যায়। একটা সময় শ্রমিকদের উদ্ধার নিয়ে উদ্বেগ বেড়ে ওঠে গোটা দেশে। তবে, শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়েছে। শেষমেশ মঙ্গলবার র্যাট-মাইনিং পদ্ধতিতে গর্ত খুঁড়ে সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে পৌঁছে যায় উদ্ধারকারী দল। যে পাইপের মাধ্যমে বেরিয়ে আসবেন শ্রমিকেরা, তা যথাযোগ্য জায়গায় রাখা হয়। সুড়ঙ্গের বাইরে প্রস্তুত ছিল চিকিৎসকদের দল-ও। সেখানে অস্থায়ী একটি স্বাস্থ্যকেন্দ্রও গড়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর শ্রমিকদের পাঠানো হবে জেলা হাসপাতালে। প্রথমে মনে করা হয়েছিল, সুড়ঙ্গ থেকে হামাগুড়ি দিয়ে হেঁটে বেরোবেন শ্রমিকেরা। কিন্তু দীর্ঘ ১৭ দিন সুড়ঙ্গে আটক থাকার কারণে তাঁরা শারীরিক ভাবে আর সক্ষম নন। সে কারণে চাকা লাগানো ট্রলির মাধ্যমে পাইপ দিয়ে তাঁদের বার করে আনা হবে বলেই পরিকল্পনা হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে বাইরে আসতে শুরু করেছেন শ্রমিকরা। মঙ্গলবার রাতের মধ্যেই উদ্ধারকাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে বাংলার শ্রমিকদের ফেরাতে এবং উদ্ধারকাজে সাহায্য করতে এবার রাজ্য থেকেও বিশেষ দল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের বাইরে বের করা সম্ভব হওয়ায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা দেশ।
2. শাহি সভার আগেই শাসক-বিরোধী দ্বৈরথে উত্তাল বিধানসভা। বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পালটা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছে বিজেপি।
এদিন রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। কিন্তু মুলতুবি প্রস্তাব শুধু পড়তে দেওয়া হয়, মেলেনি আলোচনার অনুমতি। তার জেরে ‘চোর’ স্লোগান তুলে অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। স্পিকারের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েই অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দুকে। এদিকে বুধবার বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে বিধানসভায় আলোচনা রয়েছে। সেই কর্মসূচি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন বিজেপি বিধায়ক তথা বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। কিন্তু সেই আর্জি নাকচ হয়ে গিয়েছে। ফলে শাহি সভা নাকি বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে আলোচনা, কোথায় থাকবেন গেরুয়া শিবিরের বিধায়করা, তা নিয়ে ধন্দ রয়েছে। এদিকে রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে শাহি সভার দিনই কালা দিবস পালন করবে তৃণমূল। সে কারণে বুধবার বিধানসভায় তৃণমূলের বিধায়কদের কালো পোশাক পরে আসার নির্দেশ দিয়েছে পরিষদীয় দল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।