বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও এবার সরানো হতে পারে রাজ্যপালকে। সেক্ষেত্রে ভিজিটর পদে বহাল হবেন শিক্ষামন্ত্রী। শুভেন্দুর খাসতালুকে তোপ অভিষেকের। নাম না করেই বিঁধলেন বিরোধী দলনেতাকে। তৃণমূল করলে ঠিকাদারী নয়, হলদিয়া থেকে বার্তা অভিষেকের। বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুর। যাদবপুর থানার ওসিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
হেডলাইন:
আরও শুনুন: 27 মে 2022: বিশেষ বিশেষ খবর- সরকারি কাজে দুর্নীতি রুখতে অস্ত্র ড্রোন, ড্রোন মহোৎসবে জানালেন মোদি
বিস্তারিত খবর:
1. সরকারির পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ‘ব্রাত্য’ হতে পারেন রাজ্যপাল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে রাজ্যপালের বদলে আসতে পারেন শিক্ষামন্ত্রী। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকেই আচার্য করা হবে। তার জন্য আইন সংশোধনেরও ভাবনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদেও বদল করা হবে। রাজ্যপালের বদলে ওই পদে আসীন হবেন শিক্ষামন্ত্রী। গত ২০১৪ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়। ওই আইন অনুযায়ী, ভিজিটর পদে আসীন ব্যক্তি সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সমস্ত তথ্য তলব করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হলে, সে সংক্রান্ত তথ্যও দিতে হবে ভিজিটরকে। ওই পদে এতদিন রাজ্যপালকে রাখার সিদ্ধান্ত বহাল ছিল। তবে এবার সেই আইন সংশোধনেরই ভাবনায় নবান্ন। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিজেপি এবং বামেরা।
2. একুশের বঙ্গ বিধানসভা ভোটের পর এই প্রথমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করেই এদিন বিরোধী দলনেতার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। নারদা কাণ্ডে শুভেন্দুর ভাইরাল ভিডিও ক্লিপের প্রসঙ্গ তুলে এদিন অভিষেক কটাক্ষ করেন বিরোধী দলনেতাকে। জানান, উনি অকৃতদার নন, অকৃতজ্ঞ। পাশাপাশি এদিন ঠিকাদারি নিয়েও কড়া মনোভাবেরই পরিচয় দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর স্পষ্ট বার্তা, ‘তৃণমূল করলে ঠিকাদারির পোষাক পরা চলবে না।’ আগামী হলদিয়া পুরভোটে কোনও ঠিকাদার প্রার্থী হবেন না বলে সাফ জানিয়ে দেন অভিষেক। তাঁর হুঁশিয়ারি, যে সমস্ত ঠিকাদাররা অনুগামী পরিচয় দিয়ে শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছে, তাদের শ্রীঘরে ঢোকানোর ব্যবস্থা হচ্ছে। একইসঙ্গে শ্রমিকদের সঠিক প্রাপ্য পাইয়ে দিতে নেতাদের পথে নামার নির্দেশও দিলেন তিনি। হলদিয়া শিল্পতালুকের শ্রমিক সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে এদিন নিজেকে ‘শ্রমিকবন্ধু’ হিসেবেই তুলে ধরেন অভিষেক। শ্রমিকদের সমস্যা সরাসরি তাঁকে বলতে আরজি জানান ডায়মন্ড হারবারের সাংসদ। এদিনের মঞ্চ থেকে বিচারপতিদের একাংশেরও সমালোচনা করেন অভিষেক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।