ধর্ষণ প্রতিরোধে কড়া আইনের পথে রাজ্য। আগামী মাসেই বিল পেশ বিধানসভায়, ঘোষণা মমতার। অনুমোদন মন্ত্রিসভার, খসড়া তৈরিতে গঠন কমিটি। আর জি কর কাণ্ডে এবার সিবিআই-কে নিশানা অভিষেকের। ‘কেন গ্রেপ্তার নয় সন্দীপ ঘোষ?’, প্রশ্ন তৃণমূল নেতার। আর জি করের ঘটনায় এবার সরব রাষ্ট্রপতি। ‘এনাফ ইজ এনাফ’, মন্তব্য ক্ষুব্ধ দ্রৌপদী মুর্মুর। বক্তব্যের জবাব দিয়েই পালটা প্রশ্ন কুণাল ঘোষের। উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে নিয়োগে সবুজ সংকেত হাই কোর্টের। ৪ সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে রিপোর্ট দেওয়ার নির্দেশ। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
হেডলাইন:
আরও শুনুন: 26 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করেনি রাজ্য, আর জি কর আবহে পালটা কেন্দ্রের
বিস্তারিত খবর:
1. ধর্ষণ প্রতিরোধে এবার কড়া আইন আনার পথে রাজ্য। সাম্প্রতিক আর জি কর ঘটনার আবহেই এবার সেই ঘোষণা করলেন মুখ্যমন্তী মমতা বন্দ্যোপাধ্যায়। ধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে তিনি জানান, ধর্ষণের বিরুদ্ধে কঠিন আইন আনবে রাজ্য। তাঁর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই, সেই সংক্রান্ত বিল আনার ক্ষেত্রে অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। জানা গিয়েছে, ৩ সেপ্টেম্বর বিধানসভায় বিল পেশ করা হবে। বিলের খসড়া তৈরির জন্যে কমিটি গঠন করা হয়েছে। সেই মোতাবেক কাজও শুরু করে দিয়েছেন মুখ্যসচিব ও আইনমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি, রাজ্যপাল এই বিলে সই না করলে রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন মমতা। তিনি বলেন, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা। টানা ধরনা চলবে।” মমতার দাবি, কামদুনির ক্ষেত্রেও রাজ্য সরকার ফাঁসি চেয়েছিল। আর জি কর কাণ্ডেও সময়োপযোগী পদক্ষেপ করেছে রাজ্য সরকার। কিন্তু বিজেপি লাশের রাজনীতি করছে। সুবিচারের দাবি থেকে আন্দোলনকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিনের সভায় ১০ দিনের মধ্যে আর জি কর কাণ্ডে দোষীকে ফাঁসি দেওয়ার দাবিতেও সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সিবিআইকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ার পর এতদিন কেটে গেলেও, ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হননি, প্রশ্ন তুললেন তিনি। অভিষেক বলেন, বলেন, “৪ দিন পুলিশের হাতে কেস ছিল। একজন গ্রেপ্তার করেছিল পুলিশ। তার পর থেকে সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত খুন ও ধর্ষণকাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়নি কেন, সিবিআইকে জবাব দিতে হবে।” অবশ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে বলে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। পাশাপাশি, ধর্ষণের বিরুদ্ধে কঠিন আইন আনার বিষয়েও সরব হয়েছেন অভিষেক। কেন্দ্র আইন না আনলে তিনি নিজের প্রাইভেট মেম্বার বিল হিসাবেই তা আনবেন বলে জানান তিনি। এদিনের সভাস্থল থেকেই গত ১৪ তারিখের মেয়েদের রাত দখল কর্মসূচিকে কুর্নিশ জানান অভিষেক। সেই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় ৫৫ শতাংশ মহিলা সংরক্ষণের প্রস্তাবও তিনি জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।