ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে উত্তপ্ত বাংলাদেশ। নিষিদ্ধ হবে কি সংগঠন, বৃহস্পতিতে জানাবে আদালত। বারবার বেঁফাস মন্তব্যের জের। কর্মসমিতির বৈঠকের পরই শৃঙ্খলারক্ষায় শোকজ হুমায়ুন কবীরকে। নারীনির্যাতন ইস্যুতে মুলতুবি প্রস্তাব, বিধানসভায় বিক্ষোভ বিজেপির। বৃহস্পতিতে স্বাস্থ্য-প্রশ্নে উত্তর দেবেন মুখ্যমন্ত্রী। চুনকামের লজ্জা ভুলে আইসিসি র্যাঙ্কিংয়ে ফের দাপট ভারতের। টেস্টে সিংহাসন ফিরে পেলেন বুমরাহ।
হেডলাইন:
আরও শুনুন: 26 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে ইউনুস সরকারকে কড়া বার্তা দিল্লির
বিস্তারিত খবর:
1. ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে উত্তপ্ত বাংলাদেশ। দিকে দিকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ হিন্দুদের। ইতিমধ্যেই এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রাণ গিয়েছে এক আইনজীবীর। তাঁর মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনকে। এদিকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে মামলার জল গড়িয়েছে আদালতে। বৃহস্পতিবার ইসকনের বিষয়ে সরকারের অবস্থান এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট জমা দিতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সংগঠন নিষিদ্ধ হবে কি না, আগামী কাল সিদ্ধান্ত জানাবে আদালত।
এদিকে চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও রাষ্ট্রদ্রোহ মামলা এবং তার জেরে হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে প্রতিবাদে সরব বাংলার রাজনৈতিক মহলও। এদিন দিল্লি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে, দলগতভাবে তার পাশে থাকব। তবে আমি এটুকু বলতে পারি, যা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক।” বাংলাদেশের ভিসা বাতিল, এমনকি মেডিক্যাল ভিসাও বাতিল করার দাবিতে সরব শুভেন্দু অধিকারী-সহ বঙ্গবিজেপি।
2. বারবার বেফাঁস মন্তব্যের জেরে শোকজের মুখে পড়তে হল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। বিতর্কিত মন্তব্য বন্ধের জন্য জাতীয় কর্মসমিতির বৈঠকে শৃঙ্খলারক্ষা কমিটি গড়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তারপরও বেঁফাস মন্তব্য করেন হুমায়ূন। বলেন, ‘বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যাঁরা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন, তাঁদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভালো চান, দীর্ঘমেয়াদিভাবে পশ্চিমবঙ্গের শাসক হিসাবে তাঁকে দেখতে চান, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।’ শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘আগামীদিনে টিকিট না পেলে তৃণমূলকে অপকর্মের জবাব দেব’। আর এই বিতর্কিত মন্তব্যের জেরেই এবার তাঁকে পাঠানো হল শোকজের চিঠি। আগামী তিন দিনের মধ্যে এর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এরকম কোনও চিঠি পাননি বলেই জানিয়েছেন ভরতপুরের বিধায়ক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।