সরকারি কাজের মান যাচাইয়ে নয়া হাতিয়ার ড্রোন। ভারতকে ড্রোন হাব করাই লক্ষ্য তাঁর। দিল্লিতে ড্রোন মহোৎসবে জানালেন প্রধানমন্ত্রী। এসএসসি মামলায় কেন্দ্রের জোড়া চাপ। সিবিআইয়ের পাশাপাশি আসরে নামল ইডিও। বেআইনি আর্থিক লেনদেনের দিকে নজর সংস্থার। চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স। রাজ্যের হাসপাতালগুলিকে প্রস্তুতির পরামর্শ স্বাস্থ্যদপ্তরের। মাদক মামলায় ক্লিনচিট আরিয়ান-সহ ৫ জনের। NCB কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত।
হেডলাইন:
আরও শুনুন: 25 মে 2022: বিশেষ বিশেষ খবর- ইয়াসিন মালিকের যাবজ্জীবন, কারফিউ জারি শ্রীনগরে
বিস্তারিত খবর:
1. সরকারি কাজের মান যাচাই করতে এখন নতুন পথ অবলম্বন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সশরীরে অকুস্থলে গিয়ে নয়, কাজের পর্যালোচনা করতে এখন তাঁর নয়া হাতিয়ার ড্রোন। শুক্রবার দিল্লিতে ড্রোন মহোৎসবে খানিক রসিকতার সুরেই প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফাঁকিবাজি বা দুর্নীতি রুখতে ড্রোনের মাধ্যমেই বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই বলে আসছেন, ফাঁকিবাজি তাঁর পছন্দ নয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই তাঁর মূল লক্ষ্য। কিন্তু তাঁর পক্ষে গোটা দেশে নজরদারি চালানো সম্ভব নয়। তাহলে কীভাবে নজরদারি চালান তিনি? মোদির বক্তব্য, “আমি আগে থেকে বলি না যে ওখানে পর্যবেক্ষণে যাচ্ছি। ড্রোন পাঠিয়ে দিই। সব তথ্য আমার কাছে চলে আসে। কেউ বুঝতেও পারে না। অথচ আমি বুঝতে পেরে যাই কোথায় কী হচ্ছে।” মোদির বক্তব্য, শুধু সরকারি কাজ করলেই হবে না। সেটার মান কেমন সেদিকেও নজর রাখতে হবে। আর সেই কাজে হাতিয়ার হতে পারে ড্রোন। আগামী দিনে ভারতকে ড্রোন হাব হিসাবে গড়ে তুলতে চান তিনি, এদিন এমনটাই জানালেন প্রধানমন্ত্রী।
2. সিবিআইয়ের পর এবার ইডির নজরে এসএসসি দুর্নীতি মামলা। নিয়োগের সময়ে কোথায় কী বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, তার যাবতীয় তথ্য চেয়ে পাঠাল দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, এই মামলায় দায়ের হওয়া চারটি এফআইআরের কপি এবং এতদিন ধরে সিবিআই তদন্তে উঠে আসা যাবতীয় তথ্য রিপোর্ট আকারে পেশ করতে হবে ইডি আধিকারিকদের কাছে।
এসএসসি নিয়োগে দুর্নীতির মামলায় ইতিমধ্যেই জল গড়িয়েছে বহুদূর। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। শিক্ষকতার চাকরি খোয়াতে হয়েছে মন্ত্রীর মেয়েকেও। আর এবার আসরে নামল ইডিও। ইডি সূত্রে খবর, এই মামলায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আর সেই কারণেই সিবিআই তদন্তের যাবতীয় নথি চেয়ে পাঠালেন ইডি আধিকারিকরা। প্রয়োজন বুঝলে আর্থিক দুর্নীতির অভিযোগে আলাদা করে এসএসসির বিরুদ্ধে মামলা করতে পারে ইডি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।