মুখ্যমন্ত্রী সম্পর্কে বেফাঁস মন্তব্য করে জোড়া চাপে দিলীপ। দলের পরে শোকজ নির্বাচন কমিশনেরও। নেতাকে বিঁধতে গিয়ে বেলাগাম কুণাল। ভোটের মুখে মহুয়াকে ফের তলব ইডির। হাই কোর্টে স্বস্তি মিলল না কেজরির। জামিন নয়, থাকতে হবে হেফাজতেই। ২ এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে ইডিকে, নির্দেশ আদালতের। লোকসভার মুখে ইডির নজর কেরলেও। বিজয়নের মেয়ের বিরুদ্ধে মামলা রুজু সংস্থার।
হেডলাইন:
আরও শুনুন: 26 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- মুখ্যমন্ত্রীকে কুকথা, দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল
আরও শুনুন: 25 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- বঙ্গে রঙিন ভোটপ্রচার, তবে অশান্ত সেই ভাঙড়
বিস্তারিত খবর:
1. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চিঠির পরে এবার কমিশন থেকেও শো-কজের মুখে দিলীপ ঘোষ। ২৯ মার্চ বিকেল পাঁচটার মধ্যে জবাব দিতে হবে নেতাকে। অন্যথায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন। এদিন কমিশনের দ্বারস্থ হয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, ব্রাত্য বসু-সহ অন্যান্যরা। অভিযোগের পরই দিলীপ ঘোষকে শোকজ করল জাতীয় নির্বাচন কমিশন। তবে এদিনই দিলীপের ‘কুকথা’র বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবাদ জানাতে গিয়ে বেলাগাম হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বুধবার নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশের করেও দিলীপ যুক্তি দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীকেও একাধিকবার পিতৃপরিচয় তুলে অপমান করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই বিতর্কিত মন্তব্য কুণালের, যা নিয়ে জোর বিতর্ক রাজনৈতিক মহলে।
এদিকে পুলিশকে ‘হুমকি’ দেওয়ায় বিজেপি প্রার্থী হিরণও এদিন কমিশনের থেকে শোকজের নোটিস পেয়েছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে নিয়ে কুরুচিকর কটাক্ষ করে নির্বাচন কমিশনের শোকজের মুখে পড়লেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথও। আগামী ২৯ মার্চের মধ্যে কৈফিয়ত দিতে হবে হাত শিবিরের নেত্রীকেও।
2. বাংলায় একাধিক দুর্নীতি কাণ্ডে যে অর্থ উদ্ধার করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সাধারণ মানুষের মধ্যে তা বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করে নিজেই জানালেন তিনি। এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান মোদি।
বাংলায় কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি টিকিট দিয়েছে ‘রাজমাতা’ অমৃতা রায়কে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমৃতাকে উৎসাহ দিতেই ফোন করেন মোদি। তখনই জানান, বাংলায় বিবিধ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে সাড়ে ৩ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তা ফেরানো হবে বাংলার মানুষকেই। টাকা ফেরানোর ইস্যুকে প্রচারের হাতিয়ার করতেও পরামর্শ নরেন্দ্র মোদির। এর পালটা নোটবন্দি ও সুইস ব্যাঙ্কের কালো টাকা দেশে ফেরানো নিয়ে মোদি গ্যারান্টির কথা তুলে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।