আপাতত একমাস বন্ধ উচ্ছেদ। হকারদের পাশে দাঁড়িয়ে বিকল্প ভাবনা মুখ্যমন্ত্রীর, জারি একাধিক নির্দেশ। উচ্ছেদ রুখতে জল গড়াল হাই কোর্টেও। লোকসভায় সাফল্য উদযাপনের প্রস্তুতি তৃণমূলের। প্রকাশিত হল ২১ জুলাইয়ের নতুন পোস্টার। NEET-UG প্রশ্নফাঁস কাণ্ডে CBI-এর হাতে ধৃত ২। সংসদের যৌথ অধিবেশনে মোদি সরকারের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতির। লোকসভায় ডেপুটি স্পিকার পদ পেতে তোড়জোড় ইন্ডিয়া জোটে।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. রাজ্যের যত্রতত্র হকারদের জমি দখল করা নিয়ে ক্ষুব্ধ হলেও, এবার বিকল্প ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার এই ইস্যুতে বৈঠক করে রুটিরুজি হারানো মানুষদের পাশেই দাঁড়ালেন তিনি। ঘোষণা করলেন, আপাতত এক মাস বন্ধ উচ্ছেদ অভিযান। তবে যাদের ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, তাঁদের ঠিকানা নিয়ে সার্ভে করবে পুলিশ। তাঁরা যদি রাজ্যের বাসিন্দা হন, এবং দুঃস্থ হন, তাহলে তাঁদের জন্য অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া হবে, জানালেন মমতা। মমতার নির্দেশ, ফুটপাথের একদিকে হকার বসতে পারে। কোন দিকে বা কোথায় হকার বসবে, তা সার্ভে করে ঠিক করে নিতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই সার্ভে করার জন্য কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেখানে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, অতীন ঘোষ এবং জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মলয় মজুমদার। তাঁদের সার্ভের পাশাপাশি সমান্তরাল সার্ভে করবে হকার কমিটিগুলিও। সার্ভে হবে মূলত হাতিবাগান, কলকাতা কর্পোরেশনের সামনে, গ্র্যান্ড হোটেল চত্বর, নিউ মার্কেট-সহ মোট পাঁচটি এলাকায়। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জায়গায় বেআইনি পার্কিং লট রয়েছে, সেগুলিও অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে হকার উচ্ছেদের জল এবার গড়াল কলকাতা হাই কোর্টেও। মামলাকারীদের দাবি, গত দুদিন ধরে কলকাতা শহর ও আশপাশে হকার উচ্ছেদের নামে অত্যাচার করছে পুলিশ। মামলাকারীদের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
2. চব্বিশের লোকসভা ভোটে কার্যত সবুজ ঝড় রাজ্যে। ৪২ আসনের মধ্যে ২৯ টিই এসেছে তৃণমূলের দখলে। দলের ঐতিহাসিক দিন ২১ জুলাইয়ের জন্যই এই সাফল্যের যাবতীয় উদযাপন তুলে রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের তরফে সেই শহিদ দিবস উপলক্ষেই নতুন পোস্টার প্রকাশ করা হল। সোশাল মিডিয়ায় তা পোস্ট করার পাশাপাশি দলের অফিশিয়াল ফেসবুক পেজের প্রোফাইল ছবিও বদলে ফেলা হয়েছে।
১৯৯৩ সালের এই দিনটিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান ঘটেছিল। যে মিছিলে পুলিশের গুলিচালনার ঘটনা বাংলার রাজনৈতিক ইতিহাসের কালো অধ্যায়। সেই দিনটিকে স্মরণে রাখতে প্রতি বছরই ২১ জুলাই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকে রাজ্যের শাসকদল তৃণমূল। সেই দিনের ছবির সঙ্গে একুশের মঞ্চে ভাষণরত মমতার ছবি দিয়েই প্রকাশিত হয়েছে এবারের পোস্টার। অর্থাৎ এখন থেকেই ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল শাসকদল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।