দুর্যোগের কবলে হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় চোট মুখ্যমন্ত্রীর। চিকিৎসা এসএসকেএম-এ। ভোট এলেই কেন আঘাত, প্রশ্ন সুকান্ত-সেলিমের। তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা। গুলিতে জখম ৪, মৃত ১। ঠাকুরবাড়িতে ঢুকতে অ্যাপয়েন্টমেন্ট লাগে? মতুয়া কাণ্ডে শুভেন্দু-শান্তনুকে একযোগে তোপ অভিষেকের। পঞ্চায়েত মিটলেই নির্বাচন রাজ্যসভার ৬ আসনে। ভারতীয় সেনায় পাক নাগরিক যোগের অভিযোগ। ঘোষিত ওয়ান-ডে বিশ্বকাপের সূচি।
হেডলাইন:
আরও শুনুন: 26 জুন 2023: বিশেষ বিশেষ খবর- নিশানায় বিএসএফ, ‘গুলি করলে গ্রেপ্তার করুন’, পুলিশকে নির্দেশ মমতার
আরও শুনুন: 25 জুন 2023: বিশেষ বিশেষ খবর- প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক, মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন মোদি
বিস্তারিত খবর:
1. দুর্যোগের দরুন জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের। উপযুক্ত ব্যবস্থার অভাবে কোমরে ও পায়ে মারাত্মক চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সকালে পঞ্চায়েতের প্রচারে জলপাইগুড়িতে জনসভা করেন তৃণমূল নেত্রী। সেখান থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে তাঁর হেলিকপ্টার। সেবকের এয়ারবেসে জরুরি অবতরণের সময় চোট লাগে তাঁর। কলকাতায় ফিরেই এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে প্রাথমিকভাবে তাঁকে হুইলচেয়ারে নিয়ে যাওয়া হবে ঠিক হলেও, তিনি হেঁটেই হাসপাতালের ভিতরে প্রবেশ করেন। তবে স্পষ্টতই হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল তাঁর। কারণ মুখ্যমন্ত্রী যেরকম দ্রুত হাঁটেন, সেভাবে হাঁটতে পারছিলেন না। এর আগেও পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর আঘাত কতটা গুরুতর, তা খতিয়ে দেখতে শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। উডবার্ন ব্লকের এমআরআই ইউনিটে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করা হয়। জানা গিয়েছে, তাঁর বাঁ পায়ের লিগামেন্টে চোট রয়েছে। হাসপাতালে রেখে চিকিৎসারই পক্ষপাতী ছিলেন চিকিৎসকরা। তবে পঞ্চায়েতের ব্যস্ততার মধ্যে হাসপাতালে ভর্তি থাকতে চাননি মমতা। তিনি বাড়ি ফিরতে চান বলেই জানিয়েছেন। তাই বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা হবে।
এদিন ফোন করে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এই ঘটনা নিয়েও জারি রাজনৈতিক চাপানউতোর। ভোট এলেই কেন মুখ্যমন্ত্রী পায়ে আঘাত পান, সেই প্রশ্নে সরব বিজেপি ও বামেরা।
2. ভোট নিয়ে অশান্তির জেরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে গুলি চলল দিনহাটার গীতালদহে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। ‘দিনহাটায় গুলি কাণ্ডে অ্যাকশন নিচ্ছি’, হামলার পরে জলপাইগুড়ির সভা থেকে জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের আবহে মুর্শিদাবাদের ডোমকলের কয়েক ঘণ্টা পরেই ফের গুলি চলল দিনহাটায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিনহাটার জারিদল্লাহ গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি শুরু হয়। সেই সময় চলে গুলি। জখম হন ৫ জন। তাঁদের মধ্যে বাবু হক নামে একজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই এলাকা থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তাঁর দাবি, বিজেপি বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে অশান্তি চালাচ্ছে এলাকায়। উদয়নের সুরেই সুর মিলিয়ে ঘটনায় বাংলাদেশি যোগের দাবিতে সরব হয়েছেন মমতাও। জলপাইগুড়ির সভা থেকে এদিন বিএসএফ-কেও নিশানা করেন তিনি। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি বাম-বিজেপির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।