বঞ্চনার কথা বলতেই বন্ধ মাইক, প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক ছাড়লেন মমতা। সমর্থনে বিরোধীরা, অভিযোগ খারিজ কেন্দ্রের। শুধু বিরোধীরাই নন, নীতি আয়োগের বৈঠকে গরহাজির নীতীশ কুমারও। ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে উত্তাল টলিউড। ফ্লোর বয়কটের হুঁশিয়ারি পরিচালকদের। রাহুলের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অনড় ফেডারেশন। প্যারিসে পদকের অপেক্ষায় দেশ। ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে মানু ভাকের। চলতি অলিম্পিকের প্রথম সোনা পেল চিন।
হেডলাইন:
আরও শুনুন: 26 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদই লক্ষ্য, নীতি আয়োগে যোগ দিচ্ছেন মমতা
বিস্তারিত খবর:
1. নীতি আয়োগের বৈঠক শুরুর ঘণ্টাদুয়েকের মধ্যেই ওয়াকআউট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার বঞ্চনা নিয়ে তিনি কথা শুরু করতেই মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বৈঠক থেকে বেরিয়ে বাজেট বৈষম্যের কথা তুলে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার। এনডিএ শরিকদের বেশিক্ষণ কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলেও দাবি তৃণমূল সুপ্রিমোর।
মমতার সেই অভিযোগ নিয়েই এবার সরগরম জাতীয় রাজনীতি। তাঁর পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কংগ্রেস নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের মতে, এই আচরণ থেকেই স্পষ্ট যে নীতি আয়োগের বৈঠক বয়কট করাটাই সঠিক সিদ্ধান্ত ছিল। যদিও মমতার মাইক বন্ধের অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে টুইট করে দাবি করা হয়েছে, মমতাকে একটি ঘড়ি দেখানো হয়েছিল, তাঁর বলার সময়সীমা শেষ হয়ে আসছে সেটা বোঝাতে। সব মুখ্যমন্ত্রীকে সমানভাবে বলার সুযোগ দেওয়া হয়েছে, সাফ দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। যদিও মোদি সরকারের এই দাবিকে স্রেফ ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলেই তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. শুধু ইন্ডিয়া জোটের শরিকদলগুলির দখলে থাকা সাত রাজ্যের মুখ্যমন্ত্রীরা নন, প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগ বৈঠকে গরহাজির জোটসঙ্গী নীতীশ কুমারও। বিহার সরকারের তরফে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন নীতীশের দুই ডেপুটি অর্থাৎ দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয়কুমার সিং। দুজনই বিজেপির। তা ছাড়া বিহারের চার কেন্দ্রীয় মন্ত্রীও নীতি আয়োগের সদস্য। এমনিতে বৈঠকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি শরিক দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। সেখানে নীতীশের অনুপস্থিতি নজর কেড়েছে। যদিও নীতীশ কেন বৈঠকে গেলেন না তার কোনও সদুত্তর দল দেয়নি। তবে তাঁর দলের তরফে দাবি করা হয়েছে, এর আগেও একাধিকবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি নীতীশ। এদিকে এদিনই রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে বিহার বিধানসভায় সুর চড়িয়েছে আরজেডি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।