মোদির বঙ্গ সফরের আগেই কার্যকর হতে পারে সিএএ, তৈরি বিধির খসড়া। আগামী মাসের শুরুতেই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। তুঙ্গে জল্পনা। আবাস যোজনার বাড়ি বানাবে রাজ্যই। কেন্দ্রকে ডেডলাইন দিলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি ইস্যুতে মমতাকে চিঠি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর। শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে রিপোর্ট তলব রাজ্যপালের। বিজেপির ধরনায় শর্তসাপেক্ষে অনুমতি। ‘গগনযানে’র চার মহাকাশচারীর নাম প্রকাশ্যে আনল ইসরো।
হেডলাইন:
আরও শুনুন: 26 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- ৭ দিনেই গ্রেপ্তার শাহজাহান, আদালতের নির্দেশের পর দাবি কুণালের
আরও শুনুন: 25 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, লোকসভার আগে ব্রিগেডে সভা তৃণমূলের
বিস্তারিত খবর:
1. আগামী মাসের শুরুতেই দেশজুড়ে কার্যকর হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবিতে শোরগোল রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, সিএএ-র বিধি প্রণয়নের কাজ সারা হয়ে গিয়েছে। খসড়াও তৈরি। তাই আগামী মাসের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি দিয়ে ওই বিধি কার্যকর করে দেবে মোদি সরকার। এমনটাই দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। ২০১৯-এর শেষে CAA-তে রাষ্ট্রপতির সিলমোহর পড়লেও বিধি তৈরি হয়নি। তাই এখনও আইনটি কার্যকর করা যায়নি। কিন্তু এই সংশোধিত নাগরিকত্ব আইন বিজেপির ইস্তেহারে ছিল। তাই সেটা কার্যকর করার দাবি উঠছে দলের ভিতরেই। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, লোকসভার আগেই সিএএ কার্যকর হয়ে যাবে। এই আবহে CAA কার্যকর হওয়ার সম্ভাব্য সময় সামনে আসায় তুঙ্গে জল্পনা।
2. কেন্দ্রকে আবাস যোজনার প্রাপ্য মেটানোর ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা, ১ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলে ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য়ই। এই ১১ লক্ষ মানুষের নাম তালিকাবদ্ধ করা হয়েছে আগেই। এর পরও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে যারা অভিযোগ জানিয়েছেন তাঁদের নামও জুড়বে তালিকায়। সবমিলিয়ে প্রায় ১৬ থেকে ১৭ লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য। পাশাপাশি আদিবাসী, সংখ্যালঘুদের বোর্ডের মাধ্যমে দফায় দফায় টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা। এদিকে, রাজ্যজুড়ে কুড়মিদের সমীক্ষা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গত কয়েকবছর ধরে কুড়মিরা আদিবাসী তালিকাভুক্ত হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজ্যের এই সমীক্ষা কুড়মিদের দাবি পূরণের লক্ষ্যে কেন্দ্রর উপর চাপ বাড়ানোর প্রক্রিয়া হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল। এদিন পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন,”ভোট এলে কেউ কেউ আদিবাসী এবং মাহাতোদের ঝামেলা লাগানোর চেষ্টা করে। আমরা সেটা চাই না।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কারও যদি কোনও সমস্যা থাকে তাহলে সরাসরি তাঁর কাছে অভিযোগ জানাতে পারবেন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।