সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগের ভাবনা মুখ্যমন্ত্রীর। সরকারি প্রকল্প নিয়ে একাধিক সিদ্ধান্ত নবান্নের বৈঠকে। নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মানিক ভট্টাচার্য। অভিযুক্তের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করবে ইডি। কড়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আবগারি দুর্নীতিকাণ্ডে ৫ দিনের সিবিআই হেফাজতে মণীশ সিসোদিয়া। দেশজুড়ে বিক্ষোভ আপের। বিজেপিকে তোপ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ানেরও। চোটের জেরে আইপিএল থেকে ছিটকে গেলেন বুমরাহ।
হেডলাইন:
আরও শুনুন: 26 ফেব্রুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- নিশীথের কনভয়ে হামলার ঘটনায় রিপোর্ট তলব রাজ্যপালের
বিস্তারিত খবর:
1. সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। এবার ভাল কাজ করলে সরাসরি পুলিশে নিয়োগের বিষয়ে ভেবে দেখার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদ্ধতিতে নিয়োগ সম্ভব কি না, তা দেখার জন্য স্বরাষ্ট্রদপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার দুপুরে নবান্নে বৈঠক করে একাধিক সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পের সুবিধা সব মানুষ পাচ্ছেন কি না, সেই ইস্যুতে এদিনের বৈঠকে উষ্মাপ্রকাশ করেন তিনি। এরপরই প্রতিটি দপ্তরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গ্রিভান্স সেল-এ জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে শীঘ্র নিষ্পত্তিতে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রয়োজনে প্রতিটি দপ্তরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করার কথা বলেন। টাস্ক ফোর্সের মাথায় থাকবেন সেই দপ্তরের প্রধান সচিব। শুধু মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়া অভিযোগ নয়, শাসক দলের ‘দিদির দূত’ কর্মসূচিতে যেসব অভিযোগ জমা পড়েছে, তা দ্রুত নিষ্পত্তি করার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকেই কনস্টেবলের শূন্য পদগুলিতে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের কথা বলেন মুখ্যমন্ত্রী। যদিও পঞ্চায়েত ভোটের আগে একে নির্বাচনী কৌশল বলেই দাবি করছে বিরোধী শিবির।
2. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও বিপাকে মানিক ভট্টাচার্য। অভিযুক্তের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের দেশ-বিদেশে যত সম্পত্তি রয়েছে, সেইসবই ১ মাসের মধ্যে বাজেয়াপ্ত করতে হবে ইডিকে।
প্রাথমিক ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আপাতত জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। একাধিক মামলায় ধাপে ধাপে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু তিনি সেই জরিমানা জমা করেননি বলে অভিযোগ। এদিকে ইডির দাবি, ২০১২ সাল থেকে অর্থাৎ নিয়োগ দুর্নীতির রমরমা অবস্থার শুরু থেকে অন্তত ২০বার বিদেশ সফরে গিয়েছে মানিক ভট্টাচার্যের পরিবার। প্রতিটি সফরে খরচ হয়েছে অন্তত ৪০-৫০ লক্ষ টাকা। নিয়োগ দুর্নীতির টাকাতেই কি বিদেশ সফর? তদন্ত করে দেখছে ইডি। এই পরিস্থিতিতে এবার তৃণমূল বিধায়কের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।