শ্রদ্ধা-স্যালুটে মনমোহনকে শেষবিদায়। স্মৃতিসৌধ নিয়ে কং-বিজেপি দ্বন্দ্ব, সবুজ সংকেত কেন্দ্রের। ‘ভারতরত্ন’ দেওয়ার আরজি আপের। বদলাচ্ছে পাসপোর্ট যাচাইয়ের নিয়ম। আরও কড়া হচ্ছে পুলিশি ভেরিফিকেশন। নায়িকার গাড়ির বেপরোয়া গতির বলি মেট্রো শ্রমিক। বাংলাদেশের বন্দরে জাহাজ বোঝাই পাক বিস্ফোরক। মেলবোর্ন টেস্টে দুরন্ত সেঞ্চুরি নীতীশ কুমার রেড্ডির।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে দিল্লির রাস্তায় ছিল মানুষের ঢল। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ আরও অনেকে। তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক চলছে দেশজুড়ে। অর্ধনমিত জাতীয় পতাকা। মোদি সরকার জানিয়েছে, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে। তবে সেজন্য কিছুটা সময় লাগবে। আগে মনমোহনের শেষকৃত্য সম্পন্ন করে তারপর তা নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে। তবে এই নিয়ে কংগ্রেস-বিজেপির দীর্ঘ বাকযুদ্ধ চলে। অবশেষে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরির সবুজ সংকেত দেয় কেন্দ্র। এদিকে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি তুলল দিল্লির শাসকদল আম আদমি পার্টি। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস এখনও মনমোহনকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানায়নি। আগেভাগেই ‘আপ’ সেই দাবিতে সরব হল।
2. পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় পুলিশি ভূমিকায় বদল আনছে কলকাতা পুলিশ। শনিবার এমনটাই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ফলত আরও কড়া হচ্ছে পুলিশি ভেরিফিকেশন। এ বিষয়ে নগরপাল জানিয়েছেন,”কলকাতায় যেসমস্ত বহিরাগতরা আশ্রয় নিয়েছে তাদের দিকে নজর রাখা হচ্ছে। পাসপোর্ট ভেরিফিকেশনে কোথায় গলদ হয়েছে, তা দেখা হচ্ছে।” কিছুদিন আগেই, জাল পাসপোর্ট নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে কলকাতা পুলিশ। প্রকাশ্যে এসেছে, ভেরিফিকেশনের সময় পুলিশি গাফিলতির একাধিক উদাহরণ। এদিকে, সীমান্তের ওপারে অশান্ত পরিস্থিতি। মাথাচারা দিয়েছে ভারত বিদ্বেষ। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এপাল সন্ত্রাসের জাল বুনছে জেহাদিরা। এমন অবস্থায় বর্ষশেষ ও বর্ষবরণের অনুষ্ঠানে মাতবে তিলোত্তমা। স্বাভাবিকভাবেই অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক কলকাতা পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।