রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। পদোন্নতিতে শুভেচ্ছা জানিয়েও খোঁচা কুণালের। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক মুখ্যমন্ত্রীর। পুণ্যার্থীদের সুবিধার্থে থাকছে বাড়তি পরিবহণ। নিরাপত্তা নিয়েও আগেভাগেই তৎপর নবান্ন। আগামী শিক্ষাবর্ষ থেকে আর বৈধ নয় এমফিল ডিগ্রি। বিশ্ববিদ্যালয়গুলিকে ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসির। বড় পদক্ষেপ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের। বাতিল কুস্তি ফেডারেশন, গড়া হল অ্যাড-হক কমিটি। আপাতত কুস্তিগিরদের কাজ চালাবে এই কমিটিই।
হেডলাইন:
আরও শুনুন: 26 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- কোর কমিটি ভেঙে নয়া কমিটি গঠন, শাহি সফরে বড় রদবদল বঙ্গবিজেপিতে
আরও শুনুন: 25 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- বিবেকানন্দকে অপমানের অভিযোগ, শাহি সফরের দিনেই পথে নামছে তৃণমূল
বিস্তারিত খবর:
1. মনোজ মালব্যের অবসরের পর রাজ্য পুলিশের নয়া ডিজি হলেন রাজীব কুমার। তথ্য ও প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সচিবের দায়িত্ব থেকে রাজীব কুমারের এই ‘প্রত্যাবর্তন’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলেই মত ওয়াকিবহাল মহলের। আর এই পদোন্নতির পরেই তাঁকে শুভেচ্ছা জানানোর অছিলায় রীতিমতো ‘খোঁচা’ দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, “আপনি দক্ষ আধিকারিক। ভালোভাবে কাজ করুন। দেখবেন আবার কারও নির্দেশে আমার মতো নির্দোষকে বলি দিয়ে দেবেন না।” আসলে সারদা মামলা চলাকালীন কুণালকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল, এমনকী জেলে তাঁকে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল বলেও অভিযোগ। প্রশাসনের শীর্ষ কোনও ব্যক্তিত্বের অঙ্গুলিহেলনেই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব এমনটা করাতেন বলেই মনে করেন কুণাল। আবার সারদা মামলায় রাজীব কুমার যখন সিবিআই স্ক্যানারে তখনও তাঁর বিরুদ্ধে বয়ান দিয়েছিলেন কুণাল। এবার রাজীবের পদোন্নতির দিনেই তাঁকে খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
এদিকে ডিজি-র পাশাপাশি বদল হচ্ছে মুখ্যসচিব পদেও। চলতি মাসেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে। শেষ মুহূর্তে বড় কোনও বদল না হলে রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা।
2. নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। তার প্রস্তুতি খতিয়ে দেখতেই বুধবার নবান্নে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের সুবিধার্থে থাকছে অতিরিক্ত পরিবহণের বন্দোবস্ত। নিরাপত্তা নিয়েও আগেভাগেই তৎপর নবান্ন।
৮ থেকে ১৭ জানুয়ারি চলবে গঙ্গাসাগরের মেলা। আর তার প্রস্তুতি নিতেই নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন ১৫ জন মন্ত্রী, ১৮টি দপ্তরের শীর্ষ আধিকারিক এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। এদিন মেলার প্রস্তুতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী বলেন, “গঙ্গাসাগর ভারতের সবচেয়ে বড় মেলা। অন্তত ৪০ লক্ষ মানুষের সমাগম হবে।” সুতরাং মেলায় আসা দেশ-বিদেশের পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুণ্যার্থীদের সুবিধার্থে প্রতিদিন ১৫-১৬টি অতিরিক্ত বাস চলবে। সব মিলিয়ে ২ হাজার ২৫০টি সরকারি বাস যাতায়াত করবে। চলবে অতিরিক্ত ৬৬টি ট্রেন। থাকছে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও। ২২টি জেটিকে মজবুত করা হচ্ছে। মেলার নিরাপত্তার জন্য ১ হাজার ১৫০টি সিসিটিভি থাকবে মেলা প্রাঙ্গনে। থাকছে জিপিএস ও স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা। শুধু যন্ত্রের মাধ্যমে নজরদারি নয়, অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলায় থাকবে পর্যাপ্ত পুলিশ, সিভিল ডিফেন্সের কর্মী, প্রচুর সিভিক ভলান্টিয়ারও। পাশাপাশি মেলায় গিয়ে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে ৫ লক্ষ টাকার বিমার সুবিধাও পাবেন পুণ্যার্থীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।