কালিয়াগঞ্জে জোড়া মৃত্যুর জের। উত্তরবঙ্গে ১২ ঘণ্টা বন্ধের ডাক বিজেপির। বন্ধেও জনসংযোগ যাত্রা রুখতে নারাজ অভিষেক। বিরোধী শিবিরকে তোপ তৃণমূলের। রামনবমীর অশান্তি-কাণ্ডে দায় কাদের? তদন্তে এনআইএ। দিল্লির আদালতেও মুখে কুলুপ অনুব্রতকন্যার। সুকন্যাকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ। শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ-সহ ধৃতদের সঙ্গে পেশ করা হবে কুন্তলকেও। গৃহযুদ্ধের সুদান থেকে ভারতীয়দের উদ্ধার করতে ছয় দফা অভিযান ‘অপারেশন কাবেরী’র। উদ্ধার ১১০০ ভারতীয়।
হেডলাইন:
আরও শুনুন: 25 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- অভিষেকের সভা শেষে ব্যালট লুট, ফের প্রার্থী বাছাইয়ের ভোটের ঘোষণা
বিস্তারিত খবর:
1. কালিয়াগঞ্জে বিচ্ছিন্ন দুই ঘটনায় জোড়া মৃত্যুর জেরে উত্তপ্ত এলাকা। প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গের ৭ জেলায় বন্ধের ডাক দিল বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জে নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন রায়গঞ্জে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। নেত্রীর প্রস্তাবে প্রথমে বিরোধিতা করেও পরে সুর বদলালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বন্ধের ডাকেই সায় দিলেন তিনি। এদিকে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির জন্য এখন উত্তরবঙ্গেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বন্ধ সত্ত্বেও তাঁর কর্মসূচি চলবেই। বন্ধ মানেই জনগণের সমস্যা, তাই বিজেপি জনবিরোধী কর্মসূচি নিয়েছে বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল।
দিন কয়েক আগে কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। যদিও পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ছাত্রীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, রাজনৈতিক মহলেও জারি চাপানউতোর। এই ঘটনা নিয়ে টানাপোড়েনের মাঝে কালিয়াগঞ্জেই বুধবার পুলিশি অভিযানে এক যুবকের মৃত্যুতে নতুন করে উত্তেজনা ছড়ায়। এর সঙ্গে কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর ঘটনার প্রতিবাদে থানায় হামলার ঘটনার কোনও যোগ রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে মৃত্যুঞ্জয় বর্মন নামের ওই যুবককে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাইপো বলে দাবি করে ঘটনায় রাজনৈতিক রং লাগাতে চায় বিজেপি। আর এবার জোড়া মৃত্যুর ঘটনাকে ইস্যু করে বন্ধের ডাক দিল বঙ্গবিজেপি।
2. কালিয়াগঞ্জে ছাত্রীকে ‘ধর্ষণ করে খুনে’র অভিযোগ মামলায় রাজ্যের রিপোর্ট তলব করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা করতে হবে রাজ্যকে। এই ঘটনায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে রাজ্য, তাও বিস্তারিতভাবে জানাতে হবে আদালতকে। পাশাপাশি, ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও সংরক্ষণ করে রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছে কোর্ট।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। দাবি করা হয়েছে সিবিআই তদন্ত ও কিশোরীর পরিবারকে নিরাপত্তা দেওয়ার। সেই শুনানিতে এদিন রাজ্যের তরফে জানানো হয়, কিশোরীর দেহে বিষক্রিয়া হয়েছে, কিন্তু ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। দেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় পুলিশের ভুল স্বীকার করে নিয়েছে রাজ্য। ৪ পুলিশ কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এদিকে মৃতার দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানিয়েছে পরিবার। এরপরই বিচারপতি রাজশেখর মান্থা ময়নাতদন্তের ভিডিওগ্রাফি সংরক্ষণের নির্দেশ দেন। বিচারপতির আরও নির্দেশ, FIR,ময়নাতদন্ত এবং সুরতহালের রিপোর্ট পরিবারকে দিতে হবে। জাতীয় শিশু সুরক্ষা কমিশন চাইলে পুলিশ প্রশাসনের কাছ থেকে নথি চাইতে পারেন এবং প্রশাসনকে তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে বলেও নির্দেশ আদালতের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।